সাকিবদের চমকে দিল রাজশাহী

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 18:32:44

দুই আইকন ক্রিকেটারকে দলে টেনে ড্রাফটে চমক দেখিয়েছিল জেমকন খুলনা। একসঙ্গে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। দলটা তো ফেভারিটদের ফেভারিটই। জয়ে শুরু হয়েছিল মিশন। কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই এসে হোঁচট খেলো দলটি।

নাজমুল হোসেন শান্তর রাজশাহীর কাছে হার মানল মাহমুদউল্লাহ রিয়াদের দল। বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনাকে ৬ উইকেটে হারাল মিনিস্টার গ্রুপ রাজশাহী।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। শেষ অব্দি ২০ ওভারে খুলনা করে ১৪৬ রান। সেই রান তাড়া করতে নেমে ১৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রাজশাহী।।

ম্যাচে ৩৪ বলে ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে পথ দেখান অধিনায়ক শান্ত। বেশ লড়েছেন রনি তালুকদার, মোহাম্মদ আশরাফুল ও ফজলে মাহমুদ রাব্বিও। সব মিলিয়ে সহজ জয়। রনির ব্যাটে ২০ বলে ২৬। দুটি করে চার ও ছক্কায় ১৬ বলে রাব্বি তুলেন ২৪ রান।

আশরাফুলের ২২ বলে অপরাজিত ২৫। নুরুল হাসান সোহানের ৭ বলে ১১* রানে জয়ের দেখা পেয়ে যায় দল।

আগের ম্যাচেও ব্যাটে-বলে তেমন কিছু করতে পারেননি সাকিব আল হাসান। ব্যর্থ এবারও। ৯ বলে ১২ রানে ফিরেন তিনি। এনামুল হক ২৪ বলে ২৬ রান। আর অধিনায়ক মাহমুদউল্লাহও হতাশ করেন।

শেষ পর্যন্ত আরিফুল-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে দল সম্মানজনক পুঁজি পায়। ৩ চার ও ২ ছক্কায় ২৫ বলে ৩৫ রান শামীমের। আর আরিফুল ৩১ বলে ৪১ রান।

সংক্ষিপ্ত স্কোর-

জেমকন খুলনা: ২০ ওভারে ১৪৬/৬ (এনামুল ২৬, ইমরুল ০, সাকিব ১২, মাহমুদউল্লাহ ৭, জহুরুল ১, আরিফুল ৪১*, শামীম ৩৫, শহিদুল ১৭*; ইবাদত ১/২৭, মেহেদি ১/২৩, মুকিদুল ২/৪৪, সানি ১/১৭)।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: ১৭.২ ওভারে ১৪৭/৪ (শান্ত ৫৫, ইমন ২, রনি ২৬, আশরাফুল ২৫*, ফজলে রাব্বি ২৪, সোহান ১১*; সাকিব ০/২৭, আল আমিন ১/১৩, শহিদুল ১/২৭, রিশাদ ২/৩৪)।

ফল: মিনিস্টার গ্রুপ রাজশাহী ৬ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: নাজমুল হোসেন শান্ত।

এ সম্পর্কিত আরও খবর