৮৮ রানে অলআউট ঢাকা, অনায়াস জয় চট্টগ্রামের

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 18:20:10

টানা দ্বিতীয় ম্যাচেও একই দৃশ্যপট। হারের বৃত্তে বেক্সিমকো ঢাকা। আগের ম্যাচে তো লড়াই করে হেরেছে দল। এবার চেনা গেল না। অনেকটা অসহায় আত্মসমর্পন। ব্যাটসম্যানরা যখন আসা যাওয়ার মিছিলে থাকেন তখন দল কী আর পথ খুঁজে পায়?

পায়ওনি, আরেকটি হার দেখেছে ঢাকা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে বৃহস্পতিবার তাদের অনায়াসে হারিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। ৯ উইকেটের সহজ জয়ে টুর্নামেন্ট শুরু করেছে চট্টগ্রাম। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা আটকে যায় ৮৮ রানে। এরপর মাত্র ১ উইকেট হারিয়ে ১০.৫ ওভারে জয়ের দেখা পায় চট্টগ্রাম।

হোম অব ক্রিকেটে রাতের আলোয় চেনা যায়নি ঢাকার ব্যাটসম্যানদের। একেবারেই ছন্নছাড়া ব্যাটিং। প্রতিপক্ষের বোলিং আক্রমণের সামনে যা একটু লড়লেন নাঈম শেখ। এক কথায় অন্যরা সবাই মিলে যা করলেন, একা তিনিই তা করেছেন।

নাঈম শেখের ব্যাটে ২৩ বলে ৪০। দলের বাকি সব ব্যাটসম্যানরা সবাই মিলে করেন ৩৯ রান। বাকি ৯ রান আসে অতিরিক্ত থেকে।

এরপর জবাব দিতে নেমে সৌম্য সরকার ও লিটন দাসের উদ্বোধনী জুটিতে দল পৌঁছে যায় জয়ের দ্বপা্রন্তে। ৩৩ বলে ৩৪ রানে ফেরেন লিটন। সৌম্য অপরাজিত ২৯ বলে ৪৪ রানে। আর দল ১০.৫ ওভারে পেয়ে যায় জয়।

টস জিতে বোলিং নিয়ে হাসিমুখে মাঠ ছাড়ল চট্টগ্রাম।

সংক্ষিপ্ত স্কোর-

বেক্সিমকো ঢাকা: ১৬.২ ওভারে ৮৮/১০ (তানজিদ ২, নাঈম ৪০, সাব্বির ০, মুশফিক ০, আকবর ১৫, শাহাদাত ২, আবু হায়দার ০, মুক্তার ১২, নাসুম ৮, রুবেল ০, মেহেদি রানা ০*; নাহিদুল ১/১৩, শরিফুল ২/১০, মুস্তাফিজ ২/১৩, মোসাদ্দেক ২/৯, তাইজুল ২/৩২, সৌম্য ১/২)।

গাজী গ্রুপ চট্টগ্রাম: ১০.৫ ওভারে ৯০/১ (লিটন ৩৪, সৌম্য ৪৪*, মুমিনুল ৮*; নাসুম ১/৫)।

ফল: গাজী গ্রুপ চট্টগ্রাম ৯ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: মোসাদ্দেক হোসেন।

এ সম্পর্কিত আরও খবর