মিরপুরে ক্রিকেটের নীরবতায় ম্যারাডোনাকে শ্রদ্ধাঞ্জলি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-16 12:27:50

দিয়েগো ম্যারাডোনার প্রয়াণে শোক করছে পুরো দুনিয়া। বিশ্বজনীন সেই শোকের ছায়া যেন ছুঁয়ে গেল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের আকাশকে। তাইতো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খানিকক্ষণের জন্য নেমে এলো স্থবিরতা। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে শ্রদ্ধাঞ্জলি জানাতেই ক্রিকেটাঙ্গনের এই কর্মযজ্ঞ।

ফুটবলের এ বিশ্ব জয়ী কিংবদন্তির স্মরণে শের-ই-বাংলা স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজকে খেলা চার দলের খেলোয়াড়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ম্যাচের মাঝ বিরতিতে ক্রিকেটারদের সঙ্গে ফুটবল মহানায়ককে চিরবিদায় বেলায় ভালোবাসায় সিক্ত করলেন মাঠের সাপোর্টিং স্টাফ, কর্মকর্তা ও মাঠকর্মীসহ সকলে। 

সবুজ ঘাসে সবাই যখন প্রিয় ফুটবল কিংবদন্তিকে সম্মান জানাতে নীরবতা পালনে ব্যস্ত, তখনই মাঠের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে ১৯৮৬ বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে ম্যারাডোনার উন্মাদনার পুরনো স্মৃতি। 

সেই সুখস্মৃতিতে জুড়ে দেওয়া হয় একটি ক্যাপশন, 'স্মরণীয় হয়ে থাকবে তুমি।' মাঠে ও মাঠের বাইরে ম্যারাডোনার বর্ণিল জীবনের নানা দিক নিয়ে নির্মিত শর্ট ডকুমেন্টারিও প্রদর্শন করা হয় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে।

এ সম্পর্কিত আরও খবর