রিয়ালের দুঃস্বপ্নের রাতে বায়ার্ন-সিটির উৎসব

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 12:26:49

দুঃস্বপ্নের এক রাত কাটাল রিয়াল মাদ্রিদ। লা লিগায় নিজেদের মাঠে আলাভেসের কাছে হার মানল ২-১ গোলে। শুধু তাই নয়। ইনজুরিও হানা দিয়েছে কোচ জিনেদিন জিদানের ঘরে। এবার পায়ের চোট নিয়ে মাঠ ছেড়েছেন ইডেন হ্যাজার্ড।

অতিথি আলাভেসের হয়ে গোল করেন লুকাস পেরেজ ও জসেলু। স্বাগতিক রিয়াল মাদ্রিদের একমাত্র গোলটি করেন ক্যাসেমিরো। স্প্যানিশ লিগে এ নিয়ে টানা তিন ম্যাচে জয় বঞ্চিত হলো বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে বুন্দেসলিগায় পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। সঙ্গে দুই পয়েন্টের ব্যবধানের লিডও অক্ষুণ্ন রেখেছে তারা। কোচ হানসি ফ্লিকের দল পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক স্টুটগার্টকে।

ম্যাচের ২০তম মিনিটের মধ্যেই স্টুটগার্টকে এগিয়ে নিয়ে যান লাসানা কৌলিবালি। পরে সফরকারী বাভারিয়ানদের হয়ে গোল করেন কিংসলে কোম্যান, রবার্ট লেওয়ানডোস্কি ও ডগলাস কস্তা।

ম্যানচেস্টার সিটির হয়ে প্রথমবারের মতো হ্যাটট্রিক হাঁকালেন রিয়াদ মাহরেজ। সুবাদে প্রিমিয়ার লিগে গোল-উৎসব করল ম্যানচেস্টার সিটি। ইতেহাদ স্টেডিয়ামে কোচ পেপ গার্দিওলার দল ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ বার্নলিকে।

এনিয়ে সিটির ঘরের মাঠে টানা চার ম্যাচে ৫-০ গোলে ধরাশায়ী হলো সফরকারী বার্নলি।

রিয়াদ মাহরাজের হ্যাটট্রিক পারফরম্যান্সের সঙ্গে ম্যানসিটির স্কোর বোর্ডে আরও দুটি গোল যোগ করেন বেঞ্জামিন মেন্ডি ও ফেরান তোরেস।

এ সম্পর্কিত আরও খবর