হ্যাটট্রিক জয় চট্টগ্রামের

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 04:28:29

সুযোগ কাজে লাগালেন সৈকত আলি। ইনজুরিতে মুমিনুল হক দল থেকে বাদ পড়ায় সুযোগ মিলে যায়! একাদশে জায়গা পেয়েই যোগ্যতার পরিধিটা দেখালেন তিনি। ছোট্ট কিন্তু কার্যকরী ইনিংস খেলে দলকে এনে দেন লড়াকু পুঁজি। এরপর বল হাতে ফের ম্যাজিক মুস্তাফিজুর রহমানের। এই পেসারের সঙ্গে দাপট থাকল শরিফুল ইসলামও। সব মিলিয়ে চট্টগ্রাম পেল হ্যাাটট্রিক জয়।

সোমবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালকে ১০ রানে হারিয়ে টানা তৃতীয় জয় পেলো গাজী গ্রুপ চট্টগ্রাম।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সৈকতের ১১ বলে ২৭ রানের দারুণ ইনিংস খেলেন। তার পথ ধরে চট্টগ্রাম ২০ ওভারে করে ১৫১ রান। জবাব দিতে নেমে তামিম ইকবালের বরিশাল তুলে ১৪১ রান। চট্টগ্রামের দুই বাঁহাতি পেসার মুস্তাফিজ ও শরিফুল দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট।

ম্যাচ সেরা সৈকত কিংবা মুস্তাফিজ নন, শরিফুল। 

সংক্ষিপ্ত স্কোর-

গাজী গ্রুপ চট্টগ্রাম: ২০ ওভারে ১৫১/৭ (লিটন ৩৫, সৌম্য ৫, মিঠুন ১৭, শামসুর ২৬, মোসাদ্দেক ২৮, জিয়াউর ২, সৈকত ২৭, নাহিদুল ৮*; সুমন ১/৩১, তাসকিন ১/৩১, আবু জায়েদ ১/৩০, কামরুল রাব্বি ১/২৩, মিরাজ ১/২৫)।

ফরিচুন বরিশাল: ২০ ওভারে ১৪১/৮ (মিরাজ ১৩, তামিম ৩২, পারভেজ ১১, আফিফ ২৪, হৃদয় ১৭, ইরফান ২, মাহিদুল ১০, তাসকিন ২, সুমন ১৫*, কামরুল ২*; শরিফুল ৩/২৭, মোসাদ্দেক ১/১৭, মুস্তাফিজ ৩/২৩, সৌম্য ১/২০)।

ফল: গাজী গ্রুপ চট্টগ্রাম ১০ রানে জয়ী। 

ম্যাচ সেরা: শরিফুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর