শুভাগতের দাপটে হাসিমুখ সাকিব-মাহমুদউল্লাহর

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 12:11:57

একেই বলে সুযোগের সদ্ব্যবহার! প্রথম তিন ম্যাচে দল একাদশে জায়গা দেয়নি তাকে। কিন্তু চতুর্থ ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত শুভাগত হোমের। ব্যাটিংয়ে এক পশলা ঝড়ের পর পর বল হাতে তুলে নিলেন তিন উইকেট। তারপথ ধরে খুলনাকে জেতালেন তিনি। ঢাকা পেল তৃতীয় হার। 

সোমবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকা ও জেমকন খুলনার লড়াইয়ে ছিল না কোন উত্তেজনা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৪৬ রান তুলে খুলনা পায় ৩৭ রানের জয়।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ২০ ওভারে জেমকন খুলনা করে ৮ উইকেটে ১৪৬ রান। রুবেল হোসেন নেন ৩ উইকেট। জবাবে ঢাকা ১০৯ রানে অলআউট।

অন্যদিকে সেই একই গল্প। ব্যাট হাতে চেনাই যাচ্ছে না সাকিব আল হাসানকে। সঙ্গে ব্যর্থ এনামুল হকও। কিছুটা সময় লড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইমরুল কায়েস, আরিফুল হকদের ব্যাটেই দল পায় লড়াকু পুঁজি।

টস হেরে ব্যাট করতে নামে খুলনা। দলের হয়ে ৪৭ বলে ৪৫ রান করেন মাহমুদউল্লাহ। তার আগে 

হতাশ করেন এনামুল (৮ বলে ৫)। রুবেল হোসেনের বলে বোল্ড সাকিব (৯ বলে ১১)। এখন অব্দি টুর্নামেন্টে ৪ ম্যাচে সাকিবের মোট সংগ্রহ ৪১ রান।

তারপরও স্বস্তি এটাই দল জিতল। দুই জয়ে লড়াইয়ে টিকে থাকল। কিন্তু তিন হারে চাপে ঢাকা।

সংক্ষিপ্ত স্কোর-

জেমকন খুলনা: ২০ ওভারে ১৪৬/৮ (এনামুল ৫, সাকিব ১১, জহুরুল ৪, ইমরুল ২৯, মাহমুদউল্লাহ ৪৫, আরিফুল ১৯, শামীম ১, শুভাগত ১৫*, শহিদুল ১; রুবেল ৩/২৮, শফিকুল ২/৩৪, নাসুম ১/১০, নাঈম ১/১৬)।

বেক্সিমকো ঢাকা: ১৯.২ ওভারে ১০৯ (তানজিদ ৪, নাঈম ১, রবি ৪, মুশফিক ৩৭, ইয়াসির ২১, আকবর ৪, মুক্তার ৪, নাঈম ৩, নাসুম ৭, রুবেল ৪*, শফিকুল ৫; শুভাগত ৩/১৩, সাকিব ১/৮, শহিদুল ৩/৩০, হাসান ২/২২)।

ফল: জেমকন খুলনা ৩৭ রানে জয়ী। 

ম্যাচ সেরা: শুভাগত হোম। 

এ সম্পর্কিত আরও খবর