'ও অন্যরকম, ও মাশরাফি, অনেক কিছুই করতে পারে'

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-26 14:23:08

মাঠে দৌড়ালেন। বোলিং অনুশীলন করলেন। এবং বেশ কিছুক্ষণসময় কাটালেন ট্রেনারের সঙ্গে। আর তাই মিরপুর ক্রিকেট একাডেমিতে মঙ্গলবার সাংবাদিকদের সব কৌতূহল ট্রেনার তুষারকান্তিকে ঘিরে!

- কি কথা হলো মাশরাফির সঙ্গে। খেলায় ফেরার মতো ফিটনেস কি আছে সাবেক অধিনায়কের? 

সব কৌতূহল মেটালেন ট্রেনার তুষার এক বাক্যে- 'ও অন্যরকম, ও মাশরাফি, অনেক কিছুই করতে পারে।' 

বিস্তারিত ব্যাখ্যায় তুষার বলছিলেন- 'আসলে করোনা থেকে সেরে ওঠার পর ও নিজের মত করে অনুশীলন করেছে। এখন ওজন কমিয়ে ভালো অবস্থায় আসতে চায়। এ ব্যাপারে আমি সাহায্য করছি।' 

মাশরাফি তাহলে কবে নাগাদ ম্যাচে ফিরছেন? 

তুষার জানালেন, 'ম্যাচ ফিটনেসের ব্যাপারে বলার মত সময় আসেনি।

যেভাবে অনুশীলন করছে এভাবে অবশ্য সে ফিট হয়ে ফিরতে পারবে। টেকনিক নিয়েতো তার তেমন কোন সমস্যা নাই, সমস্যাটা ফিটনেসে। ফিটনেসের ব্যাপারে কাজ করলে সে ফিট হয়ে উঠবে।' 

মঙ্গলবার মাশরাফির অনুশীলনের ধরন সম্পর্কে এই ট্রেনার বলেন, '৪ ওভার বল করেছে ফুল রানাপে। ওর ইচ্ছের উপরই। ও চেয়েছে তাই আমরা সাহায্য করছি। ওর শরীরের ওজন কমিয়েছে বেশ। ফিটনেসের ব্যাপারটা আসলে পুরোপুরি ওর ব্যাপার। ও অন্যরকম, ও মাশরাফি, অনেক কিছুই করতে পারে। এখন ওর সিদ্ধান্ত, ও খেলতে চাইলে খেলবে। ৪ ওভার বোলিং ম্যানেজ করতে পারা, ম্যাচ ফিটনেস ঠিক করা এটা ওর ব্যাপার।'

এ সম্পর্কিত আরও খবর