রিয়ালের শঙ্কার রাতে থামল বায়ার্নের জয়রথ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 14:38:25

দুঃসময়টা যেন কিছুতেই পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। বরং আরও যেন আকড়ে ধরছে স্প্যানিশ লিগ চ্যাম্পিয়নদের। লা লিগায় টানা তিন ম্যাচ ধরে জয়ের দেখা নেই। দুই হারের মাঝে সান্ত্বনার এক ড্র। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি চ্যাম্পিয়নস লিগ দিয়েই জয়ের ধারায় ফিরছে চেয়েছিল। কিন্তু সেটাও হলো না। স্বাগতিক শাখতার দোনেৎস্কের কাছে ২-০ গোলে ধরাশায়ী হলো কোচ জিনেদিন জিদানের শিষ্যরা।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ঘরের মাঠে শাখতারের কাছে হার মেনেছিল রিয়াল। সেই হারের মধুর প্রতিশোধ নিতেই ইউক্রেন সফরে গিয়েছিল মডরিচ-বেনজেমারা। কিন্তু স্বপ্নটা স্বপ্নই থেকে গেল তাদের। গ্রুপ পর্বে শাখতারের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুটি ম্যাচেই হার দেখল মাদ্রিদের ক্লাবটি।

এ হারে ‘বি’ গ্রুপে তৃতীয় স্থানে নেমে গেছে রিয়াল। ফলে শেষ ষোল পর্বে ১৩বারের ইউরোপ চ্যাম্পিয়নদের নাম লেখানোর আশা এখন ঝুলছে সুতোয়। শুধু তাই নয়। নকআউট পর্বে উঠার লড়াই এখন গ্রুপের চার দলের জন্যই উন্মুক্ত। বাধা উতরে যেতে শীর্ষে থাকা বরুশিয়া মনচেনগ্লাডবাখের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যে করেই হোক জিততেই হবে রিয়ালকে।

দলের এমন বাজে পারফরম্যান্সের পরও পদত্যাগ করতে রাজি নন কোচ জিদান। হারের পর তিনি জানান, ‘আমি চাকরি ছাড়ছি না। মোটেই না।’

এদিকে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। আসরে টানা চার জয়ের রথ থামলেও কোনো সমস্যা নেই বাভারিয়ানদের। কেননা ‘এ’ গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বের টিকিট জার্মান জায়ান্ট ক্লাবটি নিশ্চিত করে রেখেছে আগেই।

রেড বুল সালজবুর্গের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হার এড়াতে পারলেই পরের রাউন্ডে উঠে যাবে দিয়েগো সিমিওনের দল।

অন্যদিকে রোমেলু লুকাকুর জোড়া গোলের সুবাদে বরুশিয়া মনচেনগ্লাডবাখকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করার আশা জিইয়ে রেখেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

এ সম্পর্কিত আরও খবর