করোনামুক্ত কাজী সালাউদ্দিন

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 19:11:52

জেমি ডে'র পর এবার কাজী সালাউদ্দিনও করোনাভাইরাস মুক্ত। যদিও করোনা আক্রান্তের পর তেমন কোন জটিলতায় পড়তে হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতিকে। তারপরও নেগেটিভ সার্টিফিকেটের অপেক্ষায় ছিলেন। এবার সেই সুখবর মিলল। জাতীয় ফুটবল দলের হেড কোচের মতো তিনিও কোভিড-১৯ নেগেটিভ।

এক সপ্তাহের মধ্যেই করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়ে গেলেন সালাউদ্দিন। বৃহস্পতিবার মধ্যরাতে স্বস্তির খবর শুনেন তিনি। 

এর আগে গত সপ্তাহে সালাউদ্দিনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানায় বাফুফে। 

তবে তেমন কোন শারীরিক সমস্যা ছিল না তার। এ কারণেই সাবেক এই তারকা ফুটবলার স্বেচ্ছা আইসোলেশনে ছিলেন নিজ বাসায়। গৃহবন্দী থেকেই সামলেছেন সবকিছু।

করোনা আক্রান্ত হলেও বাফুফে সভাপতির চোখ ছিল কাতারে। যেখানে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে গেছে জাতীয় দল। শুক্রবারই মাঠের লড়াইয়ে নামবেন জামাল ভূঁইয়ারা।

এ সম্পর্কিত আরও খবর