দলটা ক্লিক করছে না- তামিম

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-25 06:26:16

পাঁচ ম্যাচে মাত্র একটা জয়। হার চারটিতে। পয়েন্ট তালিকায় দলের অবস্থান তলানিতে। বাকি আর তিন ম্যাচে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান টপকে ফরচুন বরিশাল তাদের ‘ফরচুন’ বদলে ফেলবে-এই আত্মবিশ্বাস কি এখন আর আছে? 

কাজটা কঠিন। তবে অবশ্যই অসম্ভব কিছু নয়। 

টুর্নামেন্টে যে চারটি ম্যাচে হেরেছে ফরচুন বরিশাল, সেই চারটি ম্যাচেই একসময় তারা ভাল অবস্থানে ছিল। কিন্তু সুবিধাজনক অবস্থানে থেকেও পিছলে পড়ে যাওয়াকে যেন এই টুর্নামেন্টে বরিশাল অভ্যাসই বানিয়ে ফেলছে। বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এভাবে দলের হারের ব্যাখ্যায় কাউকে এককভাবে দোষারোপ করছেন না- ‘হ্যাঁ, এটা সর্বশেষ পাঁচ ম্যাচেই ঘটেছে। সবকিছুর জন্য আপনি দু-তিনজনকে দোষারোপ করতে পারবেন না। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আপনি অন্য দলগুলোর দিকে দেখুন তারা প্রথম ম্যাচ থেকেই ভালো খেলছে। আমি মনে করি আমাদের দলে আমরা এই জিনিসটা মিস করছি। আফিফ, ইরফানরা জ্বলে উঠতে পারছে না। টুর্নামেন্ট শুরুর আগে আমি বলেছিলাম আমাদের দল গঠনে কিছুটা লিমিটেশন আছে। কিন্তু ম্যাচ জিততে আমাদের যে ধরনের খেলোয়াড় আছে তাদের আউট অফ দ্য বক্স খেলতে হবে। দুর্ভাগ্যক্রমে এই মুহূর্তে আমরা তেমনটা খেলতে পারছি না।’

জেমকন খুলনার বিরুদ্ধে ম্যাচের ভুলের দিকগুলো ব্যাখায় তামিম জানান- ‘দেখুন এভাবে হারাটা কখনই ভালো কোন অনুভূতি না। বোলিং ইউনিটে আমরা কিছু ভুল করেছি। আমরা বেশ কিছু বাউন্ডারি এবং কিছু ওয়াইড দিয়েছি। তাদেরকে ১৫০ এর নিচে আটকে দেয়া গেলে সম্ভব হলে তখন আমাদের একটা সুযোগ থাকতো। আপনি যখন জিতবেন না তখন দোষারোপ করাটা সহজ। এই পরিস্থিতিতে আগেও বলেছি আমি মনে করি তারা সবাই খুবই ভালো খেলোয়াড়। শুধু দল হিসেবে আমরা ক্লিক করতে পারছি না।’

এ সম্পর্কিত আরও খবর