২০২৪ প্যারিস অলিম্পিকে ব্রেকডান্সিং’র অভিষেক

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 03:56:35

প্যারিস ২০২৪ অলিম্পিকে জায়গা করে নিয়েছে ব্রেকডান্সিং। বিশ্ব ক্রীড়াঙ্গনের বৃহত্তর এ ঐতিহাসিক আসরে তরুণ প্রজন্মের আকর্ষণ বাড়াতেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। সোমবার খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

তার আগে ২০২১ টোকিও অলিম্পিকে অভিষেক হচ্ছে সার্ফিং, স্কেটবোর্ডিং ও ক্লাইম্বিং’র। এই তিন খেলার সঙ্গে ২০২৪ অলিম্পিকে যোগ দিচ্ছে ব্রেকডান্সিং’র প্রতিযোগিতামূলক সংস্করণ ‘ব্রেকিং’।

তবে ২০২৪ অলিম্পিকে জায়গা হচ্ছে না রানিং, জাম্পিং ও ক্লাইম্বিং এর সমন্বয়ের স্ট্রিট স্পোর্ট পার্কআওয়ারের। অলিম্পিকে জায়গা হয়নি স্কোয়াশেরও। সঙ্গে বাদ পড়েছে বিলিয়ার্ড ও দাবা।

এ সম্পর্কিত আরও খবর