মেসির ন্যু ক্যাম্পে উজ্জ্বল রোনালদো

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 10:47:51

সময়ের দুই ফুটবল মহাতারকার লড়াই। জিভে জল এনে দেওয়ার মতো লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ। ফুটবল অনুরাগীদের দৃষ্টি ছিল দুজনের ওপরই। কিন্তু দ্যুতি ছড়ালেন কেবল একজন ।পর্তুগিজ সুপারস্টার রোনালদো। পেলেন জোড়া গোলের দেখা। অনুজ্জ্বল মেসি যেন ঢাকা পড়লেন সিআর সেভেনের আলোর বিচ্ছুরণের পিছনে।

মেসির ন্যু ক্যাম্প জয় করল অতিথি রোনালদো অনায়াসে ৩-০ গোলে, অনেকটা যেন হেসে খেলেই। জুভেন্টাস শুধু গ্রুপের শেষ ম্যাচটি জিতেনি। ‘ভীতু’ বার্সেলোনাকে বিধ্বস্ত করে ‘জি’ গ্রুপের সেরার তকমাটাও ছিনিয়ে নিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে লড়বে কোচ আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা।

রোনালদো দুটি গোলই করেন পেনাল্টি থেকে। সুবাদে চ্যাম্পিয়নস লিগে নিজের গোলের তালিকাটা নিয়ে গেলেন ১৩৪ এ। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী স্ট্রাইকার রোনালদোর দুই গোলের মাঝে দুর্দান্ত বাইসাইকেল কিকে আরও একটি গোল যোগ করেন ওয়েস্টন ম্যাকেনি।

২০১৬ সালের পর ইউরোপ সেরাদের লড়াইয়ের গ্রুপ পর্বে এই প্রথম হারল বার্সেলোনা। জুভেন্টাসের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে থেকেই ম্যাচ শুরু করেছিল বার্সা। কিন্তু দুর্ভাগ্য বলতে হয়! নেমে গেল গ্রুপের দ্বিতীয় স্থানে। এবং সোমবারের শেষ ষোল’র ড্র’তে বার্সা থাকছে অবাছাই দল হিসেবে।

বর্তমান প্রজন্মের দুই গ্রেটেস্ট খেলোয়াড় বার্সেলোনার লিওনেল মেসি এবং রোনালদো ২০১৮ সালের মে’র পর এই প্রথম তারা মাঠে মুখোমুখি হলেন। যে কারণে ম্যাচটি নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের কমতি ছিল না।

ম্যাচে রোনালদো গোল করলেন দুটি। কিন্তু রেকর্ড ষষ্ঠবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসিকে হতাশ করেছেন জিয়ানলুইজি বুফন। জুভেন্টাসের ৪২ বছরের এ তারকা গোলকিপার গোল বাঁচিয়ে গেছেন দাপুটে পারফরম্যান্সে।

এ সম্পর্কিত আরও খবর