শেষ ষোলতেই বন্ধু নেইমারের সঙ্গে মেসির পুনর্মিলন

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 16:23:26

মাঠের লড়াইয়ে বন্ধু নেইমারের সঙ্গে দেখা হতে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির। সেটা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল পর্বে। ফুটবল প্রেমীরা ২০১৭ সালের ক্লাসিক লড়াইয়ের পুনরাবৃত্তি দেখার জন্য প্রহর গুনতেই পারেন। কেননা নকআউটের এ পর্বে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই।

নেইমার সে কবেই নাম লিখেছেন পিএসজি’তে। তাই লড়াইটা এখন দুই বন্ধুর। তারচেয়ে বড় কথা, ব্রাজিল সুপারস্টার এখন আছেন ইনজুরিতে। তবে সবার প্রত্যাশা, শেষ ষোলর ম্যাচ খেলতে মাঠে নামার আগেই ফিট হয়ে যাবেন নেইমার। ফুটবল মাঠে পুনর্মিলন হবে নেইমার-মেসির। কেননা ম্যাচ হবে ফেব্রুয়ারি ও মার্চে। ততোদিনে ফিটনেস ফিরে পেতে যথেষ্ট সময় পাবেন নেইমার। পুরো বিষয়টা এখন নির্ভর করছে নেইমারের সুস্থতার ওপর।

তবে ইনস্টাগ্রামে নেইমার নিজে ভক্তদের শুনিয়েছেন আশার বাণী, প্রিয় বন্ধু মেসির সঙ্গে নকআউট পর্বে দেখা করতে মুখিয়ে আছেন তিনি।

ইউরোপ সেরাদের লড়াইয়ের শেষ ১৬ পর্বের ড্র শেষেই জানা গেল, বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিপক্ষ গত মৌসুমের সেমি-ফাইনালিস্ট আরবি লিগ। আর বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ লড়বে ২০ বছর পর নকআউট পর্বে পা রাখা ইতালিয়ান ক্লাব লাৎসি’র বিপক্ষে। কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি মোকাবেলা করবে ১৯৭৮ সালের পর শেষ ষোলর টিকিট পাওয়া বরুশিয়া ডর্টমুন্ডকে।

জুভেন্টাসের প্রতিপক্ষ পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর স্বদেশী ক্লাব পোর্তো। সেভিয়া শেষ আটে ওঠার জন্য লড়বে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। অন্য দিকে কোচ জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ খেলবে আটালান্টার বিপক্ষে। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসির স্বপ্ন ভেঙে দিতে প্রস্তুত কোচ দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ।

এ সম্পর্কিত আরও খবর