মেসি-রোনালদোকে হারিয়ে ফিফা বর্ষসেরা লেওয়ানডোস্কি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-05 23:44:31

ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন রবার্ট লেওয়ানডোস্কি। এ পুরস্কার জয়ের পথে বায়ার্ন মিউনিখের সুপারস্টার হারিয়েছেন গতবারের বিজয়ী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

তারকা পোলিশ স্ট্রাইকার গত মৌসুম ৪৭ ম্যাচে করেন ৫৫। আর জার্মান জায়ান্টকে এনে দেন ট্রেবল শিরোপা (বুন্দেসলিগা, জার্মান কাপ ও চ্যাম্পিয়নস লিগ)।

৩২ বছরের লেওয়ানডোস্কি গত মৌসুমে লিগ, কাপ ও চ্যাম্পিয়নস লিগ শেষ করেন শীর্ষ গোলদাতা হিসেবে।

মেয়েদের ক্যাটাগরিতে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার লুচি ব্রোঞ্জ হয়েছেন বর্ষসেরা ফুটবলার।

এক নজরে অন্যান্য পুরস্কার:

সেরা কোচ: ইয়ুর্গেন ক্লপ।

সেরা গোলরক্ষক: ম্যানুয়েল নয়ার।

সেরা গোল: সন হিউং-মিন।

ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশ (পুরুষ):

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল)।

রক্ষণভাগ: ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড (লিভারপুল), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), আলফোনসো ডেভিয়েস (বায়ার্ন মিউনিখ)।

মাঝ-মাঠ: জোশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), কেভিন ডি ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), থিয়াগো আলকানতারা (লিভারপুল)।

আক্রমণভাগ: লিওনেল মেসি (বার্সেলোনা), রবার্ট লেওয়ানডোস্কি (বায়ার্ন মিউনিখ), ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্টাস)।

এ সম্পর্কিত আরও খবর