মুজিব বর্ষ মহিলা কাবাডির শিরোপা আনসারের

বিবিধ, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-26 04:28:04

মুজিববর্ষে ৯ বছর পর জাতীয় মহিলা কাবাডির শিরোপা পুনরুদ্ধার করেছে আনসার ও ভিডিপি। জাতীয় কাবাডি স্টেডিয়ামে বুধবার, ২৩ ডিসেম্বর রাতে ফাইনালে তারা ২২-১৬ পয়েন্টে হারিয়েছে পুলিশকে।

সার্ভিসেস দুই দলের দ্বৈরথে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে আনসার এবং প্রত্যাশা মতো জয় তুলে নেয় ২০১০, ২০১১ সালের চ্যাম্পিয়নরা। 

প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ১০-৮ পয়েন্টে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা ঘুরে দাঁড়ায় পুলিশ, এক পর্যায়ে ১৩-১২ পয়েন্টে এগিয়েও যায়। কিন্তু আনসার মেয়েদের অভিজ্ঞতার কাছে হার মানে পুলিশ। 

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পুলিশের বৃষ্টি, ফাইনাল সেরা আনসারের স্মৃতি।

এর আগে মঙ্গলবার, ২২ ডিসেম্বর সেমিফাইনালে আনসার ৫৮-৮ পয়েন্টে ফরিদপুরকে ও পুলিশ ৩৮-১৪ পয়েন্টে ঝিনাইদহকে হারায়।

ফাইনাল শেষে কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যারের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক।

এ সম্পর্কিত আরও খবর