করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন অ্যান্ডি মারে। ফলে অস্ট্রেলিয়ান ওপেনে সাবেক এ নাম্বার ওয়ানের অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে গেল।
চার্টার্ড ফ্লাইটে করে ৩৩ বছরের এ স্কটিশ সুপারস্টারের উড়ে যাওয়ার কথা ছিল মেলবোর্নে। কিন্তু করোনা নড়বড়ে করে দিলো তার সেই পরিকল্পনা।
মারে এখন কোয়ারেন্টাইনে নেই। বদলে লন্ডনে নিজের ঘরেই আইসোলেশনে রয়েছেন। তবে ভালো আছেন। এবং অস্ট্রেলিয়া সফরে যেতে এখনো আশাবাদী।