সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-13 15:22:32

শুরুতে বল হাতে জাদু দেখান মেহেদি হাসান মিরাজ। পরে ব্যাট হাতে তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করে দলের জয়ের ভিত গড়ে দেন। ম্যাচের শেষটা ব্যাট হাতে রাঙান সাকিব আল হাসান। তাদের নৈপুণ্যে বাংলাদেশ জিতল ৭ উইকেটে।

ম্যাচ জয়ের সঙ্গে তিন ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করল টাইগাররা।

ক্যাপ্টেন তামিম গত ম্যাচে অর্ধশতক হাতছাড়া করেন অল্পের জন্য। কিন্তু এবার আর ভুল হয়নি। ৫০ রান তুলে তবেই সাজঘরে ফেরেন তিনি। আর ৪৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ফলে হেসে খেলেই ৩৩.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ১০০ বল হাতে রেখেই মাত্র ৩ উইকেট হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা তুলে ফেলে ১৪৯ রান। 

ক্যারিবীয়দের হয়ে একটি করে উইকেট নেন আকিল হোসেইন, জেসন মোহাম্মদ ও রেমন রেইফার।

তার আগে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিংয়ে বড় পুঁজি গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাকিব-মিরাজ-মুস্তাফিজদের বোলিং তোপে ৪৩.৪ ওভারে ১৪৮ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। 

উইন্ডিজের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪১ রান সংগ্রহ করেন রভম্যান পাওয়েল। আর অভিষিক্ত ওপেনার কেয়ার্ন ওটলি ২৪ ও এনক্রুমাহ বনের ২০ রান যোগ করেন।

ম্যাচের সেরা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ একাই শিকার করেন ৪ উইকেট। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান নেন দুটি করে। 

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ১৪৮/১০, ৪৩.৪ ওভারে (পাওয়েল ৪১, ওটলি ২৪, বনার ২০; মিরাজ ৪/২৫, মুস্তাফিজ ২/১৫ ও সাকিব ২/৩০)।

বাংলাদেশ: ১৪৯/৩, ৩৩.২ ওভারে (তামিম ৫০, সাকিব ৪৩*, লিটন ২২; আকিল ১/৪৫, জেসন ১/২৯, রেইফার ১/১৮)।

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: মেহেদি হাসান মিরাজ। 

সিরিজ: তিন ওয়ানডের সিরিজে বাংলাদেশ ২-০ তে এগিয়ে। 

এ সম্পর্কিত আরও খবর