ভিয়েতনাম বাধা পেরিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 12:36:59

অলিখিত ফাইনালে শেষ হাসি বাংলাদেশের মেয়েদের। ভিয়েতনামকে হারিয়ে শেষ পর্যন্ত ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে টানা চার জয়ে নিজেদের শ্রেষ্টত্ব ধরে রাখল মারিয়া মান্ডার দল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার বিকেলে ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা চার জয়ে ১২ পয়েন্ট, অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে পা রাখল মেয়েরা।

ম্যাচে স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন তহুরা খাতুন ও আঁখি খাতুন।

বাছাই পর্বের শুরু থেকেই গোল উৎসবে মেতেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে বাহরাইনকে ১০-০ গোলে উড়িয়ে শুরু। এরপর লেবাননের বিপক্ষে ৮-০ গোলে জয়। সবশেষে সংযুক্ত আরব আমিরাতকে ৭-০ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা।

আর শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হওয়ার আগে কঠিন সমীকরণের সামনে ছিল মারিয়া মান্ডার দল। কারণ প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট থেকে শুরু করে গোলগড় সবকিছুতেই সমান ছিল মেয়েরা। জিতলেই কেবল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারতেন তহুরা খাতুনরা। তেমন লড়াইয়ে হাসি মুখে মাঠ ছেড়েছেন তারা।

প্রথমার্ধের ইনজুরি সময়ে জয়সূচ গোলটি পেয়েছে মেয়েরা। শামসুন্নাহার জুনিয়র ক্রসে মাথা ছুঁয়ে ব্যবধান গড়ে দেন তহুরা। ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আখিঁ। ২-০ গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

এখন এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে দুই গ্রুপে আছে আট দেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ পাবে মূল পর্বের টিকিট। ২০১৯ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে মূলপর্ব। স্বাগতিক হওয়ায় থাইল্যান্ড সরাসরি মূল পর্বে খেলবে।

এছাড়া গতবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া আর তৃতীয়স্থান পাওয়া জাপান সরাসরি খেলবে চূড়ান্ত পর্বে। তাদের সঙ্গে খেলতে কঠিন পথ পাড়ি দিতে হবে মারিয়া মান্ডার দলকে!

এ সম্পর্কিত আরও খবর