মেয়ার্সের শতক, ক্যারিবীয়দের দরকার ১২৯ রান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 11:10:29

পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেও ক্যারিবীয়দের কোনো উইকেট নিতে পারেনি টাইগাররা।  মেয়ার্স এর সেঞ্চুরির পর হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন বোনের। দুজনের দাপুটে ব্যাটিংয়ে ২৬৬ রান নিয়ে চা বিরতিতে গেছে অতিথিরা।

আগের দিন পড়ে ছিল তিন উইকেট। তিনটি উইকেটই শিকার করে ছিলেন মেহেদী হাসান মিরাজ। 

অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসটা শতকের রঙের রাঙালেন কাইল মেয়ার্স। ১৩ চার ১ ছক্কায় ১১৭ রানের অসাধারণ ইনিংস খেলে ক্রিজের এক প্রান্ত আগলে রেখেছেন। ৭৯ রানে তাকে সঙ্গ দিচ্ছেন এনক্রুমাহ বোনার। চতুর্থ উইকেটে দুজনের মিলে গড়েছেন হার না মানা ২০৭ রানের জুটি।

এখন ১২৯ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য তাদের লক্ষ্য ৩৯৫। আর বাংলাদেশের দরকার ৭ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৩০ ও ২২৩/৮ডিক্লে, (মমিনুল ১১৫, লিটন ৬৯, ওয়ারিক্যান ৩/৫৭, কর্নওয়াল ৩/৮১)।

ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯/১০ ও ২৬৬/৩, ৯৭ ওভার (মেয়ার্স ১১৭*, বোনের ৭৯*, মিরাজ ৩/৯২)।

এ সম্পর্কিত আরও খবর