ঢাকা টেস্ট জিততে বাংলাদেশের টার্গেট ২৩১

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-25 16:53:28

আয়ত্বের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে আটকে রাখতে পেরেছে বাংলাদেশ। সফরকারিদের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১১৭ রানে। ঢাকা টেস্ট জিততে বাংলাদেশের সামনে টার্গেট ২৩১ রান। 

খুব বেশি কি এই টার্গেট? 

রান সংখ্যা হয়তো বেশি নয়। কিন্তু মিরপুরের চতুর্থদিনের উইকেট এবং ম্যাচের শেষ ইনিংস-এই দুটোই বাংলাদেশের বিপক্ষে। তারপরও এই ম্যাচ জিতলেই সিরিজ ড্র হবে- এই চ্যালেঞ্জ নিয়েই খেলছে বাংলাদেশ সিরিজের শেষ ইনিংস। 

দ্বিতীয় সেশনে এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে তুলে ২১ রান। 

চতুর্থদিনের সকালে ওয়েস্ট ইন্ডিজ ধারাবাহিকভাবে উইকেট হারায়। পেসার আবু জায়েদ রাহী ও স্পিনার তাইজুল ইসলাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসকে বেশিদুর বাড়তে দেননি। গুটিয়ে দেন মাত্র ১১৭ রানে। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস আসে ক্রুমার বোনারের ব্যাট থেকে। বাকি কোন ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে পারেননি। ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ লাঞ্চে যায়। দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই তারা অলআউট হয়।

দ্বিতীয় ইনিংসে আবু জায়েদ রাহী ৩২ রানে ২ উইকেট পান। তাইজুল ইসলাম ২১ ওভারে মাত্র ৩৬ রান খরচায় পান ৪ উইকেট। নাঈম হাসান শিকার করেন ৩ উইকেট।

এ সম্পর্কিত আরও খবর