‘প্রথম’ হার দেখল মেসির বার্সেলোনা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 08:22:29

একেই বলে পঁচা শামুকে পা কাঁটা। আরেকটি সহজ জয়ের স্বাদ নিতেই বুধবার লা লিগার ম্যাচে লেগানেসের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। কিন্তু উল্টো হার দেখল লিওনেল মেসির দল। এবারের মৌসুমে লা লিগায় এটিই প্রথম হার কাতালানদের।

বুধবার লেগানেসের মাঠে ২-১ গোলে হেরে গেল বার্সা। মজার ব্যাপার হল এবারের লা লিগায় এটিই প্রথম জয় লেগানেসের।

অবশ্য ম্যাচে প্রথম এগিয়ে গিয়েছিল কাতালান ক্লাবটিই। খেলার ১২তম মিনিটে লিওনেল মেসির পাস ধরে গোল করেন দলের ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপে কৌতিনিয়ো (১-০)। কিন্তু এরপরই পথ হারাতে শুরু করে বার্সা। আর সেই সুযোগটাই নিয়েছে লেগানেস।

৫২তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দলকে এগিয়ে দেন নাবিল এল জার। এই গোলের জন্য অবশ্য দায়ী করা যায় জেরার্ড পিকেকে। বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেন নি তিনি। এক মিনিট পরই জয়সূচক গোলটি পায় লেগানেস। এবারের গোলদাতা অস্কার রডরিগুয়েজ। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে স্বাগতিকরা। হতাশায় পুড়েন লিওনেল মেসিরা।

এ অবস্থায় ৬ ম্যাচে চার জয় ও ১ ড্রতে বার্সেলোনার অর্জন ১৩ পয়েন্ট। ৫ ম্যাচ খেলে সমান পয়েন্ট রিয়াল মাদ্রিদের। ১১ পয়েন্ট নিয়ে এরপরই আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

এ সম্পর্কিত আরও খবর