বঙ্গবন্ধু গোল্ডকাপের বাংলাদেশ দল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 16:19:28

আগামী ১ অক্টোবর মাঠে গড়াবে বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসর। এই আসরকে সামনে রেখে বৃহস্পতিবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যে দলে জায়গা হয়নি গত আসরে সর্বোচ্চ দুটি গোল করা শাখাওয়াত হোসেন রনির।

আক্রমণভাগে সুযোগ পেলেন মাহবুবুর রহমান সুফিল। বয়সভিত্তিক ফুটবলেই নজর কাড়েন তিনি। গত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে এক গোল করেছিলেন সুফিল। তার পাশাপাশি দলে আছেন ডিফেন্ডার তপু বর্মন, ওয়ালী ফয়সাল, রহমত মিয়া, টুটুল হোসেন বাদশারা।

বঙ্গবন্ধু গোল্ডকাপে এবার ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের অন্য দুই প্রতিপক্ষ ফিলিপিন্স ও লাওস। ‘এ’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন নেপালের সঙ্গী ফিলিস্তিন ও তাজিকিস্তান।

তিনটি ভেন্যু সিলেট, কক্সবাজার ও ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ। আগামী ১ থেকে ৬ অক্টোবর পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়ামে চলবে গ্রুপ পর্বের ম্যাচ। তারপর ৯ ও ১০ অক্টোবর দুটি সেমিফাইনাল হবে কক্সবাজারে। আর ১২ অক্টোবর এ টুর্নামেন্টের ফাইনাল হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

উদ্বোধনী দিনে চায়ের শহর সিলেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও লাওস।

২৩ সদস্যের বাংলাদেশ দল-
গোলরক্ষক :আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান ও রাসেল মাহমুদ।
ডিফেন্ডার : বিশ্বজিত ঘোষ, টুটুল হোসেন বাদশা, তবু বর্মন, ওয়ালি ফয়সাল, রহমত মিয়া ও ইয়াসিন খান।
মিডফিল্ডার : মামুনুল ইসলাম মামুন, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ ও ইমন মাহমুদ।
উইঙ্গার : রবিউল হাসান, জাফর ইকবাল ও মোহাম্মদ ইব্রাহিম।
ফরোয়ার্ড : মাহবুবুর রহমান সুফিল, নাবীব নেওয়াজ জীবন, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া ও মোহাম্মদ জাবেদ খান।

এ সম্পর্কিত আরও খবর