রোনালদোর জয়ের রাতে হোঁচট রিয়ালের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 05:40:06

তিনি জয় নিয়ে হাসি মুখে মাঠ ছেড়েছেন। কিন্তু পয়েন্ট হারিয়েছে তার সাবেক দল রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদো অবশ্য গোল পাননি। তবে সতীর্থদের গোলের উৎস তৈরি করে দিয়ে আলোচনাতে এই প্লেমেকারই। তার দল জুভেন্টাস তুরিনোতে শুরুতে পিছিয়ে পড়লেও সিরি এ-তে নেপোলির বিপক্ষে তুলে নেয় ৩-১ গোলের দারুণ জয়। দুটি গোল করেছেন মারিও মানজুকিচ। একটি লিওনার্দো বোনুচ্চি। দুর্দান্ত ছন্দে এগিয়ে যাচ্ছে টানা ৭বারের চ্যাম্পিয়নরা।

স্প্যানিশ লা লিগায় আতলেতিকো মাদ্রিদ আটকে দিয়েছে রিয়ালকে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেও গোলের দেখা পায়নি দলটি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। দুই দলের মধ্যকার ম্যাচ মানেই যেন নিস্ফলা। এনিয়ে তাদের মধ্যকার টানা চারটি ম্যাচ ড্র হল।

এনিয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। আগের দিন অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ ড্র করে বার্সেলোনা সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে আছে শীর্ষে।
১৩ পয়েন্ট নিয়ে সেভিয়া তৃতীয় স্থানে।

অন্যদিকে জুভেন্টাস নিজেদের মাঠে শুরুতেই চুপসে গিয়েছিল। বিশেষ করে ফেভারিটদের হতোদ্যম করে দিয়েছিলেন নেপোলোর ফরোয়ার্ড ড্রিস মের্টেন্স। খেলার দশম মিনিটে তার গোলেই এগিয়ে যায় দল।

যদিও আক্রমণের তোপে বেশিক্ষণ এই ব্যবধান ধরে রাখতে পারেনি নেপোলি। খেলার ২৬তম মিনিটে রোনালদোর বাড়ানো দারুণ ক্রস ধরেই হেড মানজুকিচের। বল খুঁজে নেয় জালের ঠিকাা (১-১)।

৪৯ মিনিটে মিনিটে এগিয়ে যায় জুভরা। গোলটা পেতে পারতেন রোনালদো। গোলরক্ষক ডেভিড অসপিনা আটকে দেন তার শট। পোস্টে লেগে বল ফিরে আসতেই মানজুকিচ নিশানা খুঁজে নিতে ভুল করলেন না।

খেলার ৫৮তম মিনিটে দশজনের দল হয়ে যায় নেপোলি। দুই হলুদ মিলিয়ে লালকার্ডে মাঠ ছাড়েন  মারিও রুই। এ সুযোগে ৭৬তম মিনিটে জুভদের হয়ে আরেকটি গোল করেন লিওনার্দো বোনুচ্চি।

এ অবস্থায় সিরি এ-তে ৭ ম্যাচেই জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস। নেপোলি ৬ পয়েন্ট কম নিয়ে রয়েছে এরপরই।

এ সম্পর্কিত আরও খবর