ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 11:02:48

নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের কাছে হার মানে বাংলাদেশ। তবে লিগ পর্বে এই নেপালের সঙ্গেই ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এতেই ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জামাল ভূঁইয়াদের। দুই ধাপ এগিয়ে তারা। তবে প্রথম ম্যাচ কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জেতায় তা হিসাবে যোগ হয়নি।

র‌্যাঙ্কিংয়ে আগে বাংলাদেশ ছিল ১৮৬তম স্থানে। সেখান থেকে দুই ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে উঠে গেছে কোচ জেমি ডে’র দল।

নেপালের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তারা আছে আগের ১৭১তম স্থানেই। তবে এক ধাপ পিছিয়ে ১০৫ নম্বরে নেমে গেছে ভারত।

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেন নিজেদের জায়গা অক্ষুণ্ন রেখেছে। তিন ধাপ ওপরে উঠে সপ্তম স্থান দখলে নিয়েছে ইতালি। এক ধাপ নিচে নেমে তাদের পরেই অবস্থান নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এক ধাপ উন্নতি হয়েছে জার্মানির। তবে ১২তম স্থানেই পরে রয়েছে তারা।

বুধবার ৭ এপ্রিল র‌্যাঙ্কিং প্রখার করে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। ১৮ ফেব্রুয়ারির পর এবারই প্রথম র‌্যাঙ্কিং প্রকাশ করেছে তারা।

এ সম্পর্কিত আরও খবর