চার্টার্ড ফ্লাইটে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ৪১ জন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 05:12:27

শ্রীলঙ্কা সফরে নেট বোলার পাবে না বাংলাদেশ। থাকবে না প্রস্তুতি ম্যাচের জন্য কোনো দল। নিজেদের মধ্যেই খেলতে হবে অনুশীলন ম্যাচ। যে কারণে বিশাল বহর নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা।

তাছাড়া কেউ চোটে পড়লে দেশ থেকে কোনো ক্রিকেটারকে উড়িয়ে নিয়ে গেলেই হবে না। তাকে কোয়ারেন্টিনে থাকবে হবে। পাস করতে হবে করোনা পরীক্ষায়। তারপর দলে ঢুকতে পারবেন। এত ঝুক্কি-ঝামেলা এড়াতেই বিশাল দল নিয়ে দ্বীপ রাষ্ট্রটি সফরে যাচ্ছে ক্রিকেটাররা।

দুটি টেস্ট খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বেন লাল-সবুজের প্রতিনিধিরা। করোনাকালে নানা বিধি-নিষেধ থাকায় দল যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে। বহরে থাকবেন ক্রিকেটার, কোচিং স্টাফ ও বিসিবি কর্মকর্তাসহ ৪১ জন। যাওয়ার আগে সংখ্যাটা বাড়তেও পারে।

তবে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান। তার পরিবর্তে দলের সঙ্গে যাবেন ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস। বিসিবিতে যোগদানের পর জাতীয় দলের সঙ্গে এটাই হবে তার প্রথম সফর। তার আগেই করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে রেখেছেন সাবেক এ তারকা ক্রিকেটার।

এ সম্পর্কিত আরও খবর