চেলসি-লিভারপুলে খুশি, ম্যানসিটিতে অঘটন

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-12 03:26:48

ক্রিশ্চিয়ান পিউলিসিকের জোড়া গোলে বড় এক জয় তুলে নিয়েছে চেলসি। ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়েছে ফিরেছে কোচ টমাস টাচেলের শিষ্যরা।

দুর্বার এ জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার চারে উঠে গেছে অতিথি স্টামফোর্ড ব্রিজ শিবির। চেলসির স্কোরে এখন পর্যন্ত জমা পড়েছে ৫৪ পয়েন্ট।

দ্য ব্লুজ শিবিরকে শুরুর ৮ মিনিটের মধ্যেই এগিয়ে দেন কাই হাভার্টজ। দুই মিনিট বাদেই গোল ব্যবধান দ্বিগুণ করেন পিউলিসিক। কুর্ট জুমার গোলের পর নিজের জোড়া গোল পূর্ণ করেন পিউলিসিক। স্বাগতিক প্যালেসকে একমাত্র গোলটি এনে দেন ক্রিশ্চিয়ান বেনটেকে।

অন্যদিকে নিজেদের মাঠে যেন দুর্ভাগ্যের মধ্যে আটকে গিয়েছিল লিভারপুল। হার মেনেছিল টানা ছয় ম্যাচ। অবশেষে অ্যানফিল্ড থেকে দুর্ভাগ্যটা ঝেরে ফেলেছে দ্য রেড শিবির। ফিরেছে জয়ের ধারায়। পিছিয়ে পড়েও অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে ধরাশায়ী করেছে লিভারপুল।

ঘরের মাঠে ছয় ম্যাচ পর জয়ে ফিরল লিভারপুল

ওলি ওয়াটকিনসের গোলে বিরতিতে যাওয়ার আগেই পিছিয়ে পড়েছিল লিভারপুল। এতে পুরোনো দুঃস্বপ্নটা যেন উঁকি দিয়েছিল কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের মনে। এক ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই জার্মান কোচের মনে স্বস্তি এনে দেন মিশরীয় ফুটবল রাজপুত্র মোহাম্মদ সালাহ। আর ইনজুরি টাইমে লিভারপুলকে বহুল কাঙ্ক্ষিত জয় উপহার দেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।

জিতেই পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে গেছে লিভারপুল। তাদের পুঁজি এখন ৫২ পয়েন্ট।

ইংলিশ লিগের অন্য ম্যাচে অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠেই দশ জনের লিডস ইউনাইটেডের কাছে ২-১ গোলে হার মেনেছে কোচ পেপ গার্দিওলার দল।

ম্যানসিটির মাঠে লিডসের উল্লাস

প্রথমার্ধ শেষের তিন মিনিট আগে ইতিহাদ স্টেডিয়ামে স্টুয়ার্ট ডালাসের গোলে লিড পায় লিডস। ইনজুরি টাইমে গ্যাব্রিয়েল জেসুসকে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড দেখেন অতিথি ক্যাপ্টেন লিয়াম কুপার। শক্তি হারিয়েও দমে যায়নি সফরকারীরা।

বিরতির পর ম্যানসিটিকে সমতা এনে দেন ফেরান তোরেস। ইনজুরি টাইমে অতিথি লিডসকে জয়সূচক গোল এনে দিয়ে স্বাগতিকদের হৃদয় ভেঙে দেন ডালাস। সঙ্গে পূর্ণ করেন নিজের জোড়া গোল।

দুঃস্বপ্নের হারলেও শীর্ষ স্থান অক্ষুণ্ন রেখেছে ম্যানচেস্টার সিটি (৭৪ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের (৬০ পয়েন্ট) চেয়ে পরিষ্কার ১৪ পয়েন্টে এগিয়ে থেকে প্রহর গুনছে লিগ শিরোপা ঘরে তোলার।

এ সম্পর্কিত আরও খবর