আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। প্রধান কর্তা-ব্যক্তি হিসেবে আরও চার বছর স্প্যানিশ চ্যাম্পিয়ন ক্লাবটিতেই থেকে যাচ্ছেন তিনি। এবার পেরেজ দায়িত্ব পালন করবেন ২০২৫ পর্যন্ত।
নির্বাচনে তার বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন পেরেজ। মঙ্গলবার বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব কর্তৃপক্ষ।
টানা চতুর্থ এবং সব মিলিয়ে ষষ্ঠবারের মতো রিয়ালের সভাপতি হলেন পেরেজ। আর টানা তৃতীয়বারের ভোট ছাড়াই জিতলেন। ২০০৯ থেকে টানা ১২ বছর ধরে দায়িত্ব পালন করে চলেছেন। এর আগে প্রথম বার নির্বাচিত হন তিনি ২০০০ সালে।