রিয়ালকে হটিয়ে সবচেয়ে দামী বার্সা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 05:08:17

মাঠের লড়াইয়ে বার্সেলোনাকে ঠিকই হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা হ্যাটট্রিক জয় ছিনিয়ে নিলেও শিরোপা লড়াইয়ে এখনও রিয়ালের পিছু ছাড়েনি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা। 

লিগ ট্রফির ভাগ্য নির্ধারণের আগেই মাঠের বাইরের এক লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিলো বার্সেলোনা। ব্যাপক আর্থিক সমস্যা সঙ্গী করেই বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের তকমা ছিনিয়ে নিলো কাতালানরা। এবং সেটা ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো। 

৪.৭৬ বিলিয়ন ডলার মূল্য নিয়ে দ্বিতীয় স্থান থেকে শীর্ষে উঠে গেছে লিওনেল মেসির বার্সেলোনা। সোমবার প্রকাশিত ফোর্বস সাময়িকীর তালিকা সেটাই বলছে। 

টানা পাঁচবার সবার ওপরে থাকা রিয়ালের মূল্য এখন ৪.৭৫ বিলিয়ন ডলার। 

ট্রেবল জয়ী জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ৪.২১৫ বিলিয়ন ডলার নিয়ে আছে তৃতীয় স্থানে। 

এবার ৪.২০ বিলিয়ন ডলার মূল্য নিয়ে চারে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপরেই রয়েছে লিভারপুল।

এ সম্পর্কিত আরও খবর