কেকেআরের ভক্তদের কাছে শাহরুখের ক্ষমাপ্রার্থনা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 12:12:28

ধ্বংসাত্মক বোলিংয়ে আন্দ্রে রাসেল একাই শিকার করেন ৫ উইকেট। সাকিব আল হাসানের সঙ্গে এ উইন্ডিজ তারকা রান খরচায় ছিলেন মিতব্যয়ী। ২ ওভারে ১৫ রান দিয়ে রেকর্ড গড়েন রাসেল। কেকেআরের হয়ে এটি সেরা বোলিং পারফরম্যান্স। তার বোলিং তোপে মুম্বাই ইন্ডিয়ান্স গুটিয়ে যায় ১৫২ রানে।

ওপেনার নিতিশ রানা ৫৭ আর শাবমান গিল ৩৩ রান যোগ করে জয়ের শক্ত ভিত গড়ে দিয়ে ছিলেন। পরে আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে না পারায় কেকেআর গুটিয়ে যায় ৭ উইকেটে ১৪২ রানে। দলের ১০ রানের হারের জন্য সবাই দায়ী করছেন আন্দ্রে রাসেল আর দিনেশ কার্তিকের ধীর লয়ের ব্যাটিংকে। 

১৫ ওভারে শেষে কলকাতা করে ফেলে ছিল ১২২ রান। শেষ ৫ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৩১ রান। কিন্তু শেষ ৩০ আসে মাত্র ২০ রান। কলকাতা ম্যাচ হেরে যায় একারণেই। 

হাতের নাগালে থাকা জয়টা ধরা দেয়নি। ব্যাপারটা অবিশ্বাস্য লাগছে কেকেআরের মালিক শাহরুখ খানের। তাইতো সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন বলিউড বাদশাহ। টুইট বার্তায় তিনি লিখেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। ছোট করেই বলি, কেকেআর সকল ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী।’

শাহরুখ খানের টুইটের সঙ্গে একমত আন্দ্রে রাসেলও। তবে তার মতে, এই এক হারেই সব শেষ হয়ে যায়নি, 'শাহরুখের টুইটের সঙ্গে একমত আমি। দিন শেষে এটা ক্রিকেট খেলা। এখানে নিশ্চিত করে কিছু বলা যায় না।’

রাসেল এ হার থেকে শিক্ষা নিতে চান। পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ের দেখা মিলল ক্যারিবিয়ান এ তারকা অলরাউন্ডারের কণ্ঠে, ‘এখনো আত্মবিশ্বাসী আমরা। দুর্দান্ত ক্রিকেট খেলেছি। দলের ছেলেদের নিয়ে আমি গর্বিত। আমরা অবশ্যই হতাশ। তবে এখনই সব শেষ নয়। মাত্র দ্বিতীয় ম্যাচ শেষ হলো। এ হার থেকে কিছু শিখতে পারব আমরা।’

এ সম্পর্কিত আরও খবর