নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 06:39:19

সেমি-ফাইনালের টিকিট আগেই পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার ছিল গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই। এখানেও বাজিমাত। নেপালকে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েই সাফ অনূর্ধ্ব–১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শেষ চারে পা রাখলেন লাল-সবুজের প্রতিনিধিরা।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যায় নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ফাইনালে উঠার লড়াইয়ে মেয়েরা পাচ্ছে ভুটানকে।

খেলার ১৬তম মিনিটে দলকে এগিয়ে দেন দুর্দান্ত ফর্মে থাকা সিরাত জাহান স্বপ্না। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তিনি একাই করেছিলেন ৭ গোল। এবার তার দেখার মতো এক গোলেই স্বস্তি আসে বাংলাদেশ শিবিরে।

নেপালের বিপক্ষে ম্যাচে ৩২তম মিনিটে বাংলাদেশকে আরো এগিয়ে দেন কৃষ্ণা রানী সরকার। এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়তে যাচ্ছিল দল। কিন্তু ইনজুরি সময়ে নেপালের রাসমি কুমারী শিশিং একটি গোল শোধ করেন (১-২)।

ম্যাচের ব্যবধানটা অবশ্য আরো বড় হতে পারতো। কিন্তু সুযোগগুলো ঠিক মতো কাজে লাগাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে ৪১তম পেনাল্টি পেয়েও গোলের দেখা মিলেনি। ডি-বক্সে কৃষ্ণা সরকার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। কিন্তু স্পট কিক থেকে গোল করতে পারেন নি শামসুন্নাহার সিনিয়র। বল পাঠিয়ে দেন মাঠের বাইরে!

এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল মেয়েরা। তবে আগের ম্যাচের দাপট ধরে রেখে খেলতে পারেনি বাংলাদেশ দল। কারণটাও সংগত। নেপালও বেশ শক্তিশালী। গ্রুপ পর্বে তারা পাকিস্তানকে হারিয়েছিল ১২-০ গোলে।

শুক্রবার শেষ চারের ম্যাচে ‘এ’ গ্রুপের রানার্সআপ ভুটানের সঙ্গে লড়বে বাংলাদেশ। ফাইনালে উঠার লড়াইয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকেই পেল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। একইদিন সাফ ফুটবলের আরেক সেমিতে মুখোমুখি হবে ভারত-নেপাল।

 

এ সম্পর্কিত আরও খবর