অস্ত্রোপচার করাতে দেশে ফিরছেন স্টোকস

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 12:57:53

চোট নিয়ে মাঠের বাইরে চলে গেছেন বেন স্টোকস। তবে তার দর্শক হয়ে থাকার সময়সীমাটা আরও বেড়ে যাচ্ছে। তারকা এ ইংলিশ অলরাউন্ডারকে মাঠের ক্রিকেট থেকে ছিটকে যেতে হচ্ছে অন্তত ১২ সপ্তাহের জন্য। ফিট হতে সময় এর চেয়ে বেশিও লাগতে পারে। এক্স-রে এবং স্ক্যান রিপোর্ট বলছে, তার বাঁ-হাতের তর্জনীর চিড় সারাতে অস্ত্রোপচারের কোনো বিকল্প নেই।

২৯ বছর বয়সী স্টোকস বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সঙ্গে রয়েছেন। দলের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে চার রানে হারের ম্যাচে ক্রিস গেইলের ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুল ভেঙেছেন তিনি। কিন্তু তারপরও মুস্তাফিজুর রহমানের দলের সঙ্গেই থেকে যাওয়া কথা ছিল তার। তবে আজ শনিবার, ১৭ এপ্রিল তিনি দেশে ফিরবেন। সোমবার লিডসে হবে তার অস্ত্রোপচার।

অস্ত্রোপচারের ধকল সময় মতো কাটিয়ে উঠতে পারবেন না। যে কারণে ২ জুন থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হোম টেস্ট সিরিজ মিস করবেন স্টোকস। শুধু তাই নয়। শ্রীলঙ্কা (২৩ জুন-৪ জুলাই) ও পাকিস্তানের (৮-২০ জুলাই) বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটেও হয়ে আছেন এখন অনিশ্চিত।

এ সম্পর্কিত আরও খবর