হার দেখল চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা!

ফুটবল, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-16 00:31:05

ম্যাচটা ছিল সিএসকে মস্কোর মাঠে। তাতে কি? শক্তি, ফর্ম, অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে এই ম্যাচে ফেভারিট ছিল রিয়াল মাদ্রিদই। সেই ম্যাচই হেরে গেল রিয়াল মাদ্রিদ ১-০ গোলে! চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা এবারের লিগে দ্বিতীয় ম্যাচেই হারের তেতো স্বাদ গিলল!

খেলা শুরুর ৬৫ সেকেন্ডের মধ্যেই নিকোলা ভ্লাসিচের গোলে এগিয়ে যায় সিএসকে মস্কো। গোটা ম্যাচে আর গোল শোধ করতে পারেনি রিয়াল মাদ্রিদ। টনি ক্রুস কিক অফের পর দুই মিনিটের সময় ব্যাক পাস করেন। সেই বল গোলকিপার কেইলার নাভাসের কাছে যাওয়ার আগেই মাঝপথে পেয়ে যান নিকোলা ভ্লাসিচ। পেনাল্টি বক্সের ভেতর থেকে সেই বলে গোল করতে ভ্লাসিচের কোনো কষ্ট হয়নি। সেই যে ম্যাচে এগিয়ে গেল সিএসকে মস্কোর । আর পেছনে তাকাতে হলো না।

ম্যাচে ফিরে আসার অবশ্য মরিয়া চেষ্টা করে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা, ক্যাসিমিরো ও মারিয়ানো-তিনজনের শটই মোনাকোর গোলপোষ্টে লেগে ফিরে আসে! গোলপোষ্টকেও যেন সঙ্গী করে নেমেছিল সিএসকে মস্কো! এই ম্যাচে গ্যারেথ বেলের অভাবটা স্পষ্ঠ অনুভব করে রিয়াল। ইনজুরির কারণে এই ম্যাচ মিস করেন বেল।

রিয়ালকে হারানো ম্যাচে সিএসকে মস্কোর দুঃখ দলের গোলকিপার ইগর আকিনফিভের লালকার্ড পেয়ে মাঠ ছাড়া। রেফারির সঙ্গে অহেতুক দু’বার বাজে আচরণ করে দুটো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন রাশিয়া বিশ্বকাপ কাঁপানো এই রুশ গোলকিপার।

দুই ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে সিএসকে মস্কো এখন ‘জি’ গ্রুপের শীর্ষে। এক জয় ও এক হার নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ গ্রুপে দ্বিতীয় স্থানে। সপ্তাহ দুয়েক আগে রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে এএস রোমাকে ৩-০ গোল হারিয়েছিল।

সিএসকে মস্কোর বিপক্ষে ম্যাচটা সম্ভবত একটু হালকাভাবে নিয়েছিল রিয়াল। সেই ভুলের মাসুলই দিল তারা ম্যাচ হেরে। দলের নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসকে এই ম্যাচে বিশ্রামে রাখা হয়। ২০১৮ সালের ফিফার বর্ষসেরা ফুটবলার লুকা মদ্রিচকে এই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয়!


ম্যাচে যদিও বেশিরভাগ সময় বল নিজেদের পায়েই রাখে রিয়াল। পরিসংখ্যান জানাচ্ছে সবমিলিয়ে ৬৯ ভাগ সময় বল ছিল রিয়ালের দখলে। সিএসকে মস্কোর গোলমুখে তারা গোলের চেষ্টাও চালায় ২৬ বার। কিন্তু গোলের দেখা পায়নি রিয়াল।

ম্যাচের ৫৮ মিনিটের সময় লুকা মাদ্রিচ বদলি খেলোয়াড় হিসেবে নামেন। গোলের দারুণ একটা সুযোগও তৈরি করেছিলেন ক্রোয়েশিয়ার এই তারকা। তার বাড়িয়ে দেয়া পাসে হেড করেন মারিয়ানো। সেই চেষ্টাও সিএসকে মস্কোর গোলপোষ্টে লেগে ফিরে আসে।

ম্যাচ জয়ের কোনো চেষ্টাই কাজে লাগেনি রিয়ালের।

এ সম্পর্কিত আরও খবর