হ্যাটট্রিকের সঙ্গে আব্বাসের ১৩ বলে ৫ উইকেট

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 17:54:05

ফর্ম হারিয়ে পাকিস্তানের টেস্ট দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ আব্বাস। তবে কাঁধের অস্ত্রোপচারের ধকল কাটিয়ে পুরনো রূপে ফিরতে শুরু করেছেন এ তারকা পেসার। চমৎকার বোলিং করে তারই প্রমাণ রাখলেন কাউন্টি ক্রিকেটে।

শুক্রবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে হ্যাম্পশায়ারের হয়ে অবিশ্বাস্য বোলিং পারফরম্যান্স উপহার দেন আব্বাস। নিজের প্রথম ওভারের শেষ দুই বল ও দ্বিতীয় ওভারের প্রথম বলে দুরন্ত বোলিংয়ে করেন হ্যাটট্রিক।

শুধু তাই নয়, ১৩ বলের ব্যবধানে স্বীকার করেন তিনি ৫ উইকেট। পুরো ইনিংসে ১১ ওভারে ১১ রান দিয়ে নেন সব মিলিয়ে ৬ উইকেট। সুবাদে মিডলসেক্সের প্রথম ইনিংস গুটিয়ে দেন ৭৯ রানে।

এত ভালো বোলিং ফিগার নিয়েও আক্ষেপ করতেই পারেন আব্বাস। কেননা রায়ান প্যাটেলের রেকর্ডটি যে তিনি ছুঁতে পারেননি। ২০১৮ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাত্র ১১ বলের ব্যবধানে তিনি শিকার করেছিলেন ৫ উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে যা সবচেয়ে কম বলের ব্যবধানে পাঁচ উইকেট শিকারের রেকর্ড।

সঙ্গে স্পর্শ করতে পারেননি জ্যাক ক্যালিসকেও। ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্টে সাবেক এ প্রোটিয়া অলরাউন্ডার ১২ বলে নিয়েছিলেন ৫ উইকেট।

এ সম্পর্কিত আরও খবর