অ্যানজিওপ্লাস্টি করালেন মুরালিধরন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 00:57:44

ভারতের মাটিতে চলছে এখন আইপিএল। টুর্নামেন্টে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে সব কিছু ঠিকঠাকই চলছিল মুত্তিয়া মুরালিধরনের। কিন্তু জন্ম দিনের পরের দিন রোববার, ১৮ এপ্রিল রাতে হঠাৎ করেই সবকিছু গড়বড় হয়ে যায়। বুকে ব্যথ অনুভব করায় চেন্নাইয়ের স্থানীয় এক হাসপাতালে ভর্তি হন শ্রীলঙ্কার এ স্পিন কিংবদন্তি।

চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে ১৭ এপ্রিল ৪৯ এ পা মুরালিধরনের। তার হৃদযন্ত্রে বসানো হয়েছে স্টেন্ট। তার আগে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির প্রধান নিবাহী শানমুগানাথান জানান, ‘আইপিএলে আসার আগেই লঙ্কান চিকিৎসকরা তাকে হৃদযন্ত্রের ব্লকেজের কথা জানিয়েছিলেন। কিন্তু তখন চিকিৎসকরা বলেছিলেন কোনো স্টেন্টের প্রয়োজন নেই। চেন্নাই অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা এখন অ্যানজিওপ্লাস্টি করতে বলেছেন। মুরালিধরন খুব দ্রুতই তা করাবেন।’

হায়দরাবাদ কর্তৃপক্ষ বলছে, খুব শিগগিরই মাঠে পাওয়া যাবে লঙ্কান এ লিজেন্ড ক্রিকেটারকে। এখন তিনি ভালো আছেন।

এ সম্পর্কিত আরও খবর