বাংলাদেশের নারী দলের টার্গেট ৮৯ রান

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 01:42:16

১৪ ওভারে ৮৮ রান। খুব কি বড় রান? সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে স্কোরবোর্ডে এই রান তুলেছে পাকিস্তান নারী ক্রিকেট দল। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্যে কমিয়ে আনা হয় ১৪ ওভারে। কক্সবাজারের শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলতি চার ম্যাচের এই সিরিজে এগিয়ে যেতে হলে বাংলাদেশকে ৮৯ রান করতে হবে।

বৃষ্টির কারণে মঙ্গলবার একই মাঠে সিরিজের প্রথম ম্যাচ বাতিল হয়ে যায়। বুধবার, ৩ অক্টোবরের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়াবে কিনা-তা নিয়ে আশঙ্কা ছিল। কারণ সেই একই-বৃষ্টি! শেষপর্যন্ত খেলা শুরু হয় দেরিতে। ম্যাচের বয়সও কমিয়ে আনা হয়, ১৪ ওভারে।

টসে জিতে বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন বোলিং বেছে নেন। পাকিস্তান শুরুতেই উইকেট হারায়। ওপেনার আয়েশা জাফর ৭ রানে রানআউট হয়ে ফিরেন। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে দারুণভাবে ম্যাচে ফিরে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক জাভেরিয়া খান এবং ওপেনার নাহিদা খান দ্বিতীয় উইকেট জুটিতে ৪১ রান যোগ করেন। জাভেরিয়ার ব্যাট থেকে ১৮ বলে সর্বোচ্চ ২৫ রান পায় পাকিস্তান। বাংলাদেশ দলের নাহিদা আক্তার ১৯ রানে ২ উইকেট নিয়ে দলের সেরা বোলিং পারফর্মার।

পাকিস্তান নারী দল: ৮৮/৫ (১৪ ওভারে, আয়েশা ৭, নাহিদা ১৮, জাভেরিয়া ২৫, মুনিবা আলী ১০, আলিয়া রিয়াজ ১০*, নাহিদা ২/১৯, জাহানারা ১/১৯, লতা মন্ডল ১/১৩)

এ সম্পর্কিত আরও খবর