রনি তালুকদারের ডাবল সেঞ্চুরি

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 02:46:31

প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলিয়ে দিচ্ছে ঢাকা বিভাগ। পুরো দল মিলে প্রথম ইনিংসে যা করতে পারেনি, তারচেয়ে বেশি রান দ্বিতীয় ইনিংসে করেছেন শুধু ওপেনাররা! দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতেই ঢাকা বিভাগ তুলেছে ৩৭২ রান! দুই ওপেনার সেঞ্চুরির আনন্দে ভেসেছেন। আব্দুল মজিদ ১৩২ রান তুলে ফিরে গেছেন। কিন্তু রনি তালুকদার হাঁকিয়েছেন অপরাজিত ২২৮ রানের ডাবল সেঞ্চুরি। যেভাবে খেলছেন তাতে ম্যাচের শেষদিনের সকালে তার ব্যাটে ট্রিপল সেঞ্চুরির দেখা মিললে অবাক হওয়ার কিছু নেই। দুর্দান্ত স্ট্রাইক রেট নিয়ে সামনে বাড়ছেন রনি। ২৫২ বলে ১৮ বাউন্ডারি ও ৭ ছক্কায় হার না মানা ২২৮ রান। স্ট্রাইক রেট ৯০.৪৮!

চট্টগ্রামে এই ম্যাচের তৃতীয়দিনের পুরোটাই শাসন করেন ঢাকা বিভাগের দুই ওপেনার মজিদ ও রনি তালুকদার। সারাদিনে পড়ে মাত্র একটি উইকেট। তাও আবার ততক্ষনে আব্দুল মজিদ ১৩২ রান তুলে ফেলেছেন। লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন পান দিনের সেই একমাত্র উইকেট।

ম্যাচের শেষদিন এখন ঢাকা বিভাগের সামনে আপাতত দুটো লক্ষ্য-রনি তালুকদারকে ট্রিপল সেঞ্চুরির সুযোগ দেয়া এবং শেষ ইনিংসে চট্টগ্রাম বিভাগকে চ্যালেঞ্জ জানানো।

সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয়দিন শেষে) ঢাকা মেট্টো ২৩৮ ও ৩৮৫/১ (৯২ ওভারে রনি তালুকদার ২২৮*, আব্দুল মাজিদ ১৩২, সাইফ হাসান ১৩*)। চট্টগ্রাম বিভাগ: ১৪২/১০ (৫৩.৪ ওভারে, সাদিকুর ৩০, শাহাদাত ৪/৬২)।

এ সম্পর্কিত আরও খবর