৫২০ রানের ইনিংস চান কোচ ডমিঙ্গো

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 01:14:45

নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের জোড়া সেঞ্চুরির সঙ্গে তামিম ইকবালের বড় ইনিংসে বাংলাদেশের স্কোরটাও বড় হয়েছে। পুঁজি দাঁড়িয়েছে ৪ উইকেটে ৪৭৪ রানের। কিন্তু দ্বিতীয় দিনের শেষ সেশন পুরোটা খেলতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। আলোর স্বল্পতার কারণে নষ্ট হয়েছে দিনের অনেকগুলো ওভার।

তাই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অনুরাগীদের মনে। তৃতীয় দিন কি ব্যাটিং করবে টাইগাররা? নাকি ইনিংস ঘোষণা করে বল হাতে মাঠে নামবে? ইনিংস ঘোষণা করলে কত রানে করবে? লাল-সবুজের প্রতিনিধিদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে।

প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে চাপে রাখতে ৫২০ রান ছুঁই ছুঁই দলীয় স্কোর দেখতে চান ডমিঙ্গো, 'ইনিংস ঘোষণার বিষয়টা ঠিক করতে রাতে আমরা আলোচনায় বসব। তবে কাল সকালে আমাদের দ্রুত কিছু রান লাগবে। ৫২০ রানের কাছাকাছি যেতে পারলে শ্রীলঙ্কাকে চাপে রাখার সুযোগ পাব।'

দুই দিনে লঙ্কান বোলাররা নিয়েছে মাত্র চার উইকেট। এমন ব্যাটিং উইকেটে বাংলাদেশের বোলারদের জন্য প্রতিপক্ষের ২০ উইকেট ফেলে দেওয়ার কাজটা কঠিন হবে বলে মনে করছেন রাসেল ডমিঙ্গোর, ‘এটা এমন উইকেট নয়, যেখানে ৪০-৫০ ওভারে প্রতিপক্ষকে গুটিয়ে দেওয়া যায়। আমাদের ধৈর্য্য ধরে চাপ বাড়াতে হবে। ভালো জায়গায় বোলিং করে যেতে হবে। এবং সুযোগগুলো কাজে লাগাতে হবে। এটাই মূল কথা। টেস্টে ২০ উইকেট নেওয়া মোটেই সহজ কথা নয়। তাই ছেলেদের আগামী কয়েক দিন বোলিংয়ে সুশৃঙ্খল থাকতে হবে।’

টাইগারদের দীর্ঘ ইনিংসের পর লঙ্কান ব্যাটসম্যানরা খানিকটা ক্লান্ত থাকবেন। উইকেটেও ক্ষত তৈরি হয়েছে। তাই স্পিনারদের ভালো করার সুযোগ দেখছেন ডমিঙ্গো, ‘উইকেট ভালোই মনে হচ্ছে। তবে এখানে গরমটা একটু বেশি। ডানহাতি ব্যাটসম্যানদের জন্য অফ স্টাম্পের বাইরে ক্ষত দেখা দিয়েছে। আশা রাখি স্পিনাররা এই সুযোগটা কাজে লাগাতে পারবে। আর প্রতিপক্ষের বড় স্কোরের পর ব্যাটিংয়ে গেলে একটু ক্লান্তি কাজ করে। স্কোর বোর্ডেরও চাপ থাকে।’

বাংলাদেশের বোলিং নিয়ে বেশ আশাবাদী কোচ, ‘শ্রীলঙ্কার ভালো মানের কয়েকজন ক্রিকেটার রয়েছে। তবে আমাদের বোলিং আক্রমণ বিভাগও খুব ভালো। তিনজন ভিন্ন ধাঁচের পেসারের সঙ্গে অফ-স্পিনার ও বাঁ-হাতি স্পিনার আছে। বোলিং আক্রমণটা বেশ বৈচিত্রপূর্ণ। কাল ছেলেদের খেলা দেখার জন্য মুখিয়ে আছি। অনেক দিন হয়ে গেছে ওরা টেস্ট খেলছে না। তাই নিজেদের পারফরম্যান্স দেখতে ওরাও ব্যাকুল হয়ে আছে।’

এ সম্পর্কিত আরও খবর