‘রনির ম্যাচে’ বড় জয় ঢাকা বিভাগের

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-28 14:38:53

ঢাকা বিভাগের দুই ওপেনার জুটিতে যা করলেন পুরো চট্টগ্রাম বিভাগ মিলেও সেই রানের ধারেকাছে যেতে পারল না! শেষ ইনিংসে চট্টগ্রামের সামনে ম্যাচ জয়ের জন্য ৪৮২ রানের বড় টার্গেট দাড় করিয়েছিল ঢাকা বিভাগ। তৃতীয়দিনের সঞ্চয়ের সঙ্গে আর বেশিকিছু যোগ করার প্রয়োজনই দেখেনি ঢাকা বিভাগ। ম্যাচ জেতার জন্য পুরো ৯০ ওভার বোলিংয়ের সুযোগ নিতেই আগেরদিনের ১ উইকেটে ৩৮৫ রানেই ইনিংস ঘোষণা করেন ঢাকা। রান তাড়ায় নামা চট্টগ্রাম বিভাগ ম্যাচ জেতার চেয়ে ড্র রাখার দিকেই বেশি মনোযোগ দেয়। প্রায় সফল হওয়ার পথেই ছিল তারা। কিন্তু শেষের দিকে এসে আর হিসেবি ব্যাটিং করতে পারেনি চট্টগ্রাম। গুটিয়ে যায় ২৬৭ রানে। তখন দিনের খেলা শেষ হতে বাকি ছিল আর মাত্র ২৫ বল! ২১৪ রানে ম্যাচ জিতে নেয় ঢাকা বিভাগ।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা মেট্টো ২৩৮ ও ৩৮৫/১ (৯২ ওভারে রনি তালুকদার ২২৮*, আব্দুল মাজিদ ১৩২, সাইফ হাসান ১৩*)। চট্টগ্রাম বিভাগ: ১ম ইনি: ১৪২/১০ (৫৩.৪ ওভারে, সাদিকুর ৩০, শাহাদাত ৪/৬২) ও ২য় ইনি: ২৬৭/১০ (৮৫.১ ওভারে, মমিনুল ৬২, মাহিদুল ইসলাম ৪৭, সাইফউদ্দিন ৬০, শাহাদাত ৪/৪৭, নাজমুল ইসলাম অপু ৫/৭৫)।

ফল: ঢাকা বিভাগ ২১৪ রানে জয়ী। ম্যাচসেরা: রনি তালুকদার।

এ সম্পর্কিত আরও খবর