শেখ রাসেল মিনি স্টেডিয়াম হবে আরও ১৮৬টি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 17:33:22

প্রথম প্রকল্পে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে দেশের ১২৫ উপজেলায়। দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে নির্মাণ করা হবে আরও ১৮৬টি স্টেডিয়াম।

মঙ্গলবার, ৪ মে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে দেশের ১৮৬টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে খরচ হবে ১ হাজার ৬৪৯ কোটি ৩৩ লাখ টাকা।

দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। তার প্রথম প্রকল্প শেষ হয়েছে ২০১৯ সালের জুনে।

সভায় ১১ হাজার ৯০১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন পেয়েছে।

এ সম্পর্কিত আরও খবর