ফিরলেই সাকিব-মুস্তাফিজের ১৪ দিনের কোয়ারেন্টিন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 16:25:28

ভারত থেকে বাংলাদেশে ফিরেই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানকে। এবং সেটা করতে হবে সরকার নির্ধারিত হোটেলে। তাদের কোয়ারেন্টিন পর্বে সরকার কোনো ছাড় দিবে না। এক্ষেত্রে বিসিবি কোনো হস্তক্ষেপ করতে পারবে না। 

তার আগে সাকিব-মুস্তাফিজদের কোয়ারেন্টিনের সময় কমানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু মন্ত্রণালয় তাতে সায় দেয়নি। তাই নিয়ম মেনে ১৪ দিনই কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। 

এর আগে সরকার নির্ধারণ করে দিয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে কোন যাত্রী বাংলাদেশে আসলে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক।

করোনার ছোবলে ইতোমধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে আইপিএল। তাই ক্রিকেটারদের এখন ঘরে ফেরার পালা। খেলোয়াড়দের দুশ্চিন্তা দূর করে তাদের দেশের ফেরানোর দায়িত্ব নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। 

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, আইপিএলের ক্রিকেটারদের ঘরে ফেরানোর ব্যবস্থা করবে তারা। তার অংশ হিসেবে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ পৌঁছে দিবে বিসিসিআই। 

তারকা পেসার মুস্তাফিজ স্ত্রীকে নিয়ে এখন আছেন দিল্লিতে। ক্রিকেট মহাতারকা সাকিব রয়েছেন আহমেদাবাদে।

এ সম্পর্কিত আরও খবর