মাশরাফি বললেন- আসুন সবাই দেশকে ভালবাসি

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 03:12:48

মনে রাখার মতোই একটা জন্মদিন কাটালেন মাশরাফি বিন মর্তুজা। অবশ্য এইদিনে কেক কেটে মহা ধুমধামে কিছু করার অভ্যাস নেই তার। কখনো সেই পথে হাটেনও নি। তবে ভক্তরা ঠিকই ৫ অক্টোবর আনন্দমুখর আয়োজনে পালন করেছেন। সোশ্যাল মিডিয়ায় দিনভর ছিল শুভেচ্ছা বৃষ্টি। এমন কী ভক্তরা মসজিদে মিলাদ থেকে শুরু করে গত ২৪ ঘন্টা জুড়েই পালন করেছেন নানা কর্মসূচি।

জীবনের ৩৫ পেরিয়ে ৫ অক্টোবর ৩৬ বছরে পা দিলেন মাশরাফি। একই দিন অবশ্য পুত্র সন্তান সাহেল মুর্তজারও জন্মদিন। তাকে ও তার সন্তানকে নিয়ে ভক্তদের এমন উন্মাদনায় যারপরনাই খুশি তিনি। জন্মদিন শেষে শুক্রবার মধ্যরাতে সবাইকে ধন্যবাদ দিলেন ওয়ানডে অধিনায়ক। একইসঙ্গে দোয়া চাইলেন সবার।

মধ্যরাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দিয়েছেন মাশরাফি। যেখানে তিনি বলেন, ‘আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। আজকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বাইরে যখনই গিয়েছি অনেক শুভেচ্ছা ও ম্যাসেজ পেয়েছি। সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। অবশ্যই আজকের দিনটা আমাদের ফ্যামিলির জন্য বিশেষ দিন। কারণ শুধু আমিই না, আমার ছেলেরও আজকের দিনেই জন্ম হয়েছিল।’

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এই তারকা ভিডিও বার্তায় আরো বলেন, ‘আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। শুধু আমার জন্য না, আমাদের পুরো টিমকে আপনারা এভাবে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্টের জন্যই বাংলাদেশ দল এতদূর আসতে পেরেছে। আপনাদের দোয়া ও সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ আমরা সামনে আরও এগিয়ে যেতে পারব।’

৫ অক্টোবর দিনটা মাশরাফির জন্য অনেক আবেগের। কারণ ২০১৪ সালে এই দিনেই তার দ্বিতীয় সন্তান ও একমাত্র ছেলে সাহেলের জন্ম হয়েছিল। ম্যাশ তার ছেলে জন্যও ভক্তদের কাছে দোয়া চাইলেন, ‘আপনারা আমার সন্তানের জন্যও দোয়া করবেন, সে যেন বড় হয়ে ভালো মানুষ হতে পারে, ভালোভাবে চলতে পারে।’

একইভাবে দেশের প্রতি সবার ভালবাসার কথাটাও ভিডিও বার্তায় মনে করিয়ে দিলেন মাশরাফি। তিনি বলেন, ‘আজকের দিনে আমি আপনাদের কাছে একটি অনুরোধ রাখতে চাই, সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ। আমাদের চেষ্টার মাধ্যমে আমরা দেশকে আরও অনেকদূর নিয়ে যেতে পারব ইনশাআল্লাহ। আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। তাই সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ।’

এ সম্পর্কিত আরও খবর