চার মাস নিষিদ্ধ ডোপপাপী শেহজাদ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 19:50:11

নিষিদ্ধ ড্রাগ সেবন করার মাশুল দিতে হল আহমেদ শেহজাদকে। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে চার মাস নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি এই ক্রিকেটার। ১০ জুলাই থেকে কার্যকর হবে তার এই নিষেধাজ্ঞা।

এ বছরের ২০ মে একজন তারকা ক্রিকেটারের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার খবরটা আলোচনায় আসে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এনিয়ে অবশ্য শুরুতে কারো নাম বলেনি। ১০ জুলাই সবাই জানতে পারে কলঙ্কিত ঘটনার জন্ম দেওয়া সেই ক্রিকেটারটি পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ।

এ অবস্থায় তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ১০ নভেম্বর।

১৯ এপ্রিল থেকে ১ মে অনুষ্ঠিত পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট পাকিস্তান কাপেই এই কাণ্ড করেন শেহজাদ। ৭৪.৪০ গড়ে করেছিলেন ৩৭২ রান। তারপরই ফাঁস হয় তার ড্রাগ কাণ্ড!

২৬ শেহজাদ অবশ্য শাস্তিটা মেনে নিয়েই সামনে চোখ রাখছেন। তিনি জানান, ‘শাস্তিটা মেনে নিচ্ছি আমি। আমি এমন একটা ওষুধ খেয়েছিলাম যেটা একজন অভিজ্ঞ ক্রিকেটারের খাওয়া উচিত ছিল না। নিষেধাজ্ঞা শেষে এই ঘটনা থেকে শিক্ষা নিয়েই ফিরবো আমি।’

আহমেদ শেহজাদ পাকিস্তানের হয়ে খেলেছেন ১৩টি টেস্ট, ৮১টি ওয়ানডে আর ৫৭টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ। । গত জুনে জাতীয় দলের জার্সিতে সবশেষ বার দেখা গেছে তাকে।

এ সম্পর্কিত আরও খবর