ওল্ড ট্রাফোর্ডে ৫০ ঘণ্টার ব্যবধানে দুই ম্যাচ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 22:13:04

ভক্ত-সমর্থকদের তাণ্ডবে স্থগিত হয়ে গিয়েছিল লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হোম ম্যাচ। প্রিমিয়ার লিগে দ্য রেড শিবিরের বিপক্ষে সেই ম্যাচের সূচি ঠিক হয়েছে। ওল্ড ট্রাফোর্ডে দুই দল মুখোমুখি হবে ১৩ মে, বৃহস্পতিবার রাতে। 

তবে লেস্টার সিটির বিপক্ষে রেড ডেভিলদের হোম ম্যাচ একদিন এগিয়ে এসেছে। ম্যাচটি হবে ১১ মে, মঙ্গলবার রাতে। ফলে ৫০ ঘণ্টার ব্যবধানে দুটি ম্যাচ খেলতে হবে এখন ইউনাইটেডকে। আর আট দিনে ম্যানইউ খেলবে চার ম্যাচ। 

তবে লিভারপুলের ওয়েস্ট হ্যাম সফর সূচিতে পরিবর্তন আসেনি। আগের সূচি অনুযায়ী ম্যাচ হচ্ছে রোববার, ১৬ মে।

গত রোববার, ২ মে ওল্ড ট্রাফোর্ডে আতিথ্য নেওয়ার কথা ছিল লিভারপুলের। কিন্তু ম্যানইউয়ের মালিকানায় থাকা গ্ল্যাজার পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেন হাজার হাজার সমর্থক। ফলে ম্যাচটি স্থগিত করে দিতে বাধ্য হয় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

৩৪ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এখন ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। 

শনিবার, ৮ মে চেলসিকে নিজেদের মাঠে স্বাগত জানাবে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি জিতলেই গত চার মৌসুমের মধ্যে তৃতীয় প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নেবে কোচ পেপ গার্দিওলার সিটি।

এ সম্পর্কিত আরও খবর