নতুন উচ্চতায় রবিচন্দ্রন অশ্বিন

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 08:09:12

ভারতীয় বোলারদের সামনে রাজকোটে রীতিমতো উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। উইকেট শিকারের সেই উৎসবে সামনের সারিতেই থাকলেন রবিচন্দ্রন অশ্বিন। শনিবার ভারতের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়ে থাকল তারও অবদান। দল জিতল ইনিংস ও ২৭২ রানে। আর ক্যারিবিয়দের বিপক্ষে ৬ উইকেট তুলে নিজেকে নিয়ে গেলেন নতুন এক উচ্চতায়।

উইকেট শিকারে অশ্বিন পেছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ডকে।

অশ্বিনের টেস্ট উইকেট সংখ্যা এখন ৩৩৩টি। ভারতীয়দের মধ্যে চার নম্বরে আছেন এই স্পিনার। তার ওপরে আছেন অনিল কুম্বলে, যার শিকার ৬১৯ উইকেট। এরপরই কপিল দেব (৪৩৪)। তিন নম্বরে হরভজন সিং (৪১৭)৷

অশ্বিন প্রথম ইনিংসে ১১ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে নেন ৪ উইকেট। টেস্টে ৪২বার ইনিংসে চার বা তার বেশি উইকেটের অর্জন যোগ হয় তার নামের পাশে। এই অর্জনে অশ্বিনের সামনে শুধুই অনিল কুম্বলে। তিনি ইনিংসে চার বা তার বেশি উইকেট নেন মোট ৬৬বার। সেই রেকর্ডের পথেই হাটছেন অশ্বিন!

প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড ৭২ টেস্ট খেলে নিয়েছেন ৩৩০ উইকেট। আর ৩২ বছর বয়সী অশ্বিন ৬৩ টেস্ট খেলে শিকার করলেন ৩৩৩ উইকেট।

এ সম্পর্কিত আরও খবর