আবিদের দ্বিশতকে বড় পুঁজি পাকিস্তানের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 23:12:58

ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন ওপেনার আবিদ আলি। এটাই তার ক্রিকেট ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। ৪০৭ বলে ২৯ চারে ২১৫* রানের অনন্য এক ক্রিকেটীয় ইনিংস খেলে অপরাজিত থেকে যান এ তারকা ব্যাটসম্যান। 

তার সঙ্গে ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছেন নোমান আলি। মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন লোয়ার-অর্ডারের এ ব্যাটসম্যান। ১০৪ বলে ৯ বাউন্ডারি ৫ ছক্কায় খেলেন ৯৭ রানের দাপুটে এক ইনিংস।

আগের দিনই ১২৬ রানের দুর্বার এক ইনিংস খেলে দিয়ে সাজঘরে ফিরে যান আজহার আলি। ত্রয়ীর ব্যাটিং তাণ্ডবে ৮ উইকেট হারিয়ে ৫১০ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। 

পাকিস্তানের তিনটি উইকেট ফেলে দিয়েছেন ব্লেসিং মুজারাবানি। দুটি উইকেট নেন টেন্ডাই চিসোরা।

তার আগে প্রথম ইনিংসে চার উইকেটে ২৬৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। ১১৮ রান নিয়ে দিন শুরু করেন আবিদ আলি। তাকে সঙ্গ দিতে এক রান নিয়ে মাঠে নামেন সাজিদ খান। 

হারারে স্পোর্টস ক্লাবে ব্যাট হাতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি স্বাগতিক জিম্বাবুয়ের। দ্বিতীয় দিন শেষে ৫২ রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলেছে আফ্রিকার দলটি। জিম্বাবুয়ে এখনো ৪৫৮ রানে পিছিয়ে।

এ সম্পর্কিত আরও খবর