ম্যানইউ জিতলেও হেরে গেল রিয়াল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 00:23:04

সত্যিকার অর্থেই বিস্ময়কর এক জয়। দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ দক্ষতায় ম্যাচে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ পর্যন্ত তুলে নিল ৩-২ গোলে নাটকীয় জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে রেড ডেভিলরা জিতলেও স্প্যানিশ লা লিগায় হোঁচট খেয়েছে ফেভারিট রিয়াল মাদ্রিদ। একেবারে শেষ সময়ের গোলে তাদের বিপক্ষে জয় তুলে নিয়েছে আলাভেস।

শনিবার মনে হচ্ছিল হারতেই যাচ্ছিল ম্যানইউ। কারণ নিউক্যাসল দুর্দান্ত ফুটবলের পসরা সাজিয়ে দুই গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের মাঠে অঘটনের শিকার হতে হয়নি রেড ডেভিলদের। দুঃসময়ের মধ্যে কোচ হোসে মরিনহোর মুখে হাসি ফুটিয়েছেন তার শিষ্যরা।

খেলার ৭ মিনিটে নিউক্যাসলকে এগিয়ে দেন কেনেদি। এরপর কিছু বুঝে না উঠতেই দশম মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করে দেন ইয়োশিনোরি মুতো।

কিন্তু তারপরই খোলস ছেড়ে বেরিয়ে আসতে লড়ে গেছে ম্যানইউ। তবে প্রথম গোলটা পেতে ৭০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। ব্যবধান কমিয়ে দেন হুয়ান মাতা। ৬ মিনিট পরই পল পগবার পাস থেকে বল পেয়ে গোল করেন অ্যান্তোনিও মার্সিয়াল। যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে রেড ডেভিলদের।

তারই পথ ধরে খেলার ৯০তম মিনিটে জয়সূচক গোলটি করেন আলেক্সিস সানচেস।

এ অবস্থায় প্রিমিয়ার লিগে ৮ খেলায় চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ম্যানইউ। নিউক্যাসল ইউনাইটেডের অর্জন মাত্র ২ পয়েন্ট। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।

এদিকে কিছুতেই দুঃসময় কাটিয়ে উঠা হচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় টানা চার ম্যাচে জয়শূন্য থাকলো জায়ান্টরা। এবার আলাভেসের কাছেও হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনালদো বিহীন এই দলটি।

শনিবার রাতে ১-০ গোলের চমক জাগানিয়া জয় নিয়ে মাঠ ছাড়ল আলাভেস। বিস্ময়কর ব্যাপার হচ্ছে ২০০০ সালের পর প্রথমবারের মতো রিয়ালকে হারাল তারা।

আলাভেসের মাঠে বেশ ভাল ফুটবল খেললেও কিছুতেই এদিন গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। তবে কম যায়নি আভাভেসও। পাল্টা আক্রমণে ব্যস্ত করেছে সান্টিয়াগো বার্নাব্যুর ক্লাবটিকে। এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা বুঝি ড্র-ই হতে যাচ্ছে।

একেবারে ইনজুরি সময়ে এসে ম্যানুয়েল গার্সিয়া সানচেজের গোল সর্বনাশ করে দেয় রিয়ালের।

এ অবস্থায় ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে রয়েছে রিয়াল। সমান পয়েন্টে তিন নম্বরে আলাভেস। এক ম্যাচ কম খেলা গোল গড়ে শীর্ষে বার্সেলোনা।

এ সম্পর্কিত আরও খবর