করোনায় স্থগিত এএফসি কাপ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 14:21:18

সারা বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এএফসি কাপের আয়োজন শঙ্কায় পড়ে গিয়েছিল। এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভারতে। তবে স্বস্তিতে নেই তাদের প্রতিবেশী দেশগুলো।

তাই পুরনো সেই শঙ্কাটাই সত্যি হলো। করোনার কারণে স্থগিত হয়ে গেল এএফসি কাপ। আসলে করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে টুর্নামেন্ট স্থগিত করে দিতে বাধ্য হয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

করোনার কারণে বিভিন্ন দেশে না করে টুর্নামেন্টের আয়োজন করার সিদ্ধান্ত হয়েছিল মালদ্বীপে। কিন্তু মহামারির কারণে এখন সেখানেও আয়োজন করা সম্ভব হলো না। কেননা আয়োজক মালদ্বীপ করোনা ঠেকাতে বিভিন্ন দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে টুর্নামেন্টটি আয়োজনের অপরাগতার কথা জানায়।

বাংলাদেশ থেকে অংশ নেওয়ার কথা ছিল বসুন্ধরা কিংসের। বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল দলটি। কিন্তু তার আগেই খারাপ খবরটি পেল তারা। এএফসি কাপ খেলেই মালদ্বীপ থেকে কাতারে যাওয়ার কথা ছিল কিংসের কয়েকজন ফুটবলারের। সেখানে জাতীয় দলের হয়ে তাদের খেলার কথা রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে।

এ সম্পর্কিত আরও খবর