১১২ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন আফ্রিদি-নোমান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-14 02:49:42

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শেষ ইনিংসে প্রতিপক্ষের পাঁচ উইকেট নেন বাঁ-হাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। তার সঙ্গে সমান পাঁচ উইকেট শিকার করেন বাঁ-হাতি স্পিনার নোমান আলিও।

দাপুটে এ নৈপুণ্যে ১১২ বছর আগের বিরল এক রেকর্ড স্পর্শ করেছেন আফ্রিদি ও নোমান। ১৯০৯ সালে অ্যাশেজ টেস্টে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে পাঁচটি করে উইকেট শিকার করেছিলেন ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার জর্জ হার্স্ট ও বা-হাতি স্পিনার কলিন ব্লাইথ।

এক ইনিংসে দুই বোলারের পাঁচ উইকেট শিকারের ঘটনা বেশ অনিয়মিতই। তবে একেবারে যে দেখা যায় না তা কিন্তু নয়। কিন্তু এক ইনিংসে দুই বাঁ-হাতি বোলারের পাঁচ উইকেট শিকারের রেকর্ডটা দুর্লভ। লাল বলের ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে এমন কৃতিত্ব ক্রিকেট অনুরাগীরা উপভোগ করেছে মাত্র দুইবার।

রেকর্ড গড়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও। পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে প্রথম চার টেস্টেই জয় তুলে নিয়েছেন তিনি। পাকিস্তানের কোনো অধিনায়কই প্রথম দুটি টেস্টের বেশি জিততে পারেননি।

এ সম্পর্কিত আরও খবর