মোহামেডানের হয়ে ডিপিডিএলে খেলতে চান সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 18:42:58

আইপিএল খেলে এসেছেন সাকিব আল হাসান। ভারত থেকে ফেরার পর এখন গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে রয়েছেন ১৪ দিনের কোয়ারেন্টিনে। সামনে সুযোগ রয়েছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার। নিলাম থেকে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স।

কিন্তু হোটেল থেকে সাকিব আল হাসান জানিয়েছেন, পিএসএলে খেলতে চান না। মোহামেডানের হয়ে খেলতে চান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিএল)। মোহামেডানের ক্লাব কর্মকর্তাদের মাধ্যমে নিজের ইচ্ছার কথা লিখিতভাবে বিসিবি’কে জানিয়েও রেখেছেন এ ক্রিকেট মহাতারকা।

গত বছর করোনার কারণে স্থগিত হয়ে যায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ২০১৯-২০ মৌসুমের সেই টুর্নামেন্টটি এ বছর নতুন করে হবে টি-টোয়েন্টি সংস্করণে।

আইসিসি’র নিষেধাজ্ঞা শাস্তির কারণে গত বছর লিগে খেলেননি। তাই এ বছর স্বাধীন খেলোয়াড় হিসেবে মোহামেডানকে বেছে নিয়েছেন সাকিব। এখন বিসিবি অনুমতি দিলেই হয়।

সাকিবের মত পিএসএলে খেলার সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ও ওপেনার লিটন দাস। ডিপিডিএলের খেলা থাকায় তাদেরও পাকিস্তানের এ টুর্নামেন্টে খেলার সম্ভাবনা কম।

এ সম্পর্কিত আরও খবর