আইসিসি'র চিন্তায় ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 14:49:19

ক্রিকেটকে পুরো দুনিয়ায় ছড়িয়ে দিতে চাচ্ছে আইসিসি। বাড়াতে চাচ্ছে জনপ্রিয়তা। রাজকীয এ খেলার বিকশিত হওয়ার গতি আরও বাড়িয়ে দিতে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে দল বাড়ানোর চিন্তা-ভাবনা করছে ক্রিকেট দুনিয়ার নিয়ন্ত্রক সংস্থাটি।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ ১৬ দলের বদলে ২০ দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। ওয়ানডে বিশ্বকাপ ১০ দলের বদলে হতে পারে ১৪ দল নিয়ে।

দুই বৈশ্বিক টুর্নামেন্টে দল বাড়ানোর বিষয়টি এখনো রয়েছে আলোচনার টেবিলে। চূড়ান্ত কোনো সিদ্ধান্তই হয়নি। আইসিসি'র সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। এ ভাবনাকে ইতিবাচক হিসেবে নিয়েছে সংস্থাটি।

গত কয়েকটি ওয়ানডে বিশ্বকাপে দলের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছিল। ২০০৭ সালে ১৬টি দল, ২০১১ ও ২০১৫ সালে ১৪ দল ও ২০১৯ বিশ্বকাপে খেলেছে মাত্র ১০ দল। আর সামনের ২০২৩ বিশ্বকাপে খেলবে ১০ দল। দল বাড়লে সেটা ক্রিকেটের জন্য হবে বড় সুখবর।

এ সম্পর্কিত আরও খবর